এলিমিনেটর খেলা হচ্ছে না। তার মানে, পঞ্চম হয়েই বিদায় নিতে হয়েছে দুর্বার রাজশাহীকে। তাই এখন ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে বিদায় দেওয়ার সময়। কিন্তু হায়! আজ দুপুর গড়ানোর আগেই হতাশ রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। টাকা না পেয়ে তারা টিম হোটেলের বাইরে মালিকপক্ষের অপেক্ষায়।
Advertisement
সাংবাদিকদের সঙ্গে আলাপে সবার কণ্ঠেই রাজ্যের হতাশা। পারিশ্রমিক তো পাওনা আছেই, পাশাপাশি বিপিএল চলাকালীন যে ডিএ (দৈনিক ভাতা) দেওয়ার কথা, সেটাও এখনো বকেয়া।
এদিকে সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঠিক আগের (শনিবার) রাতেই রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেন। তিনি কড়া ভাষায় ক্রিকেটারদের পাওনা পরিশোধের কথা জানিয়েছেন।
কিন্তু রাত পেরিয়ে গেলেও পাওনা শোধের উদ্যোগ দেখা গেল না, উল্টো ক্রিকেটারদের পাওনার জন্য হোটেলের সামনে অপেক্ষায় থাকতে হলো! ভাবা যায়? একটা দলের মালিকের এমন দুর্ব্যবহার!
Advertisement
পাওনা পরিশোধে যদি এত তালবাহানা করতে হয়, তাহলে বিপিএলের মতো আসরে দল নেওয়ার কী দরকার? এসব প্রশ্ন যখন শেরে বাংলার আশপাশে ঘুরছে, তখন পড়ন্ত বিকেলে রাজশাহীর মিডিয়া ম্যানেজার ইশতিয়াক পারভেজ নিলয় বলেন, ‘আপাতত একটা সমঝোতা হয়েছে। যাতে ক্রিকেটাররা তাদের মোটামুটি পাওনা বুঝে নিজ নিজ দেশে ফিরতে পারেন, সে ব্যবস্থা করা হচ্ছে।’
রাজশাহী মিডিয়া ম্যানেজারের দেওয়া তথ্য অনুযায়ী, আজ রোববার গভীর রাতেই দেশে ফিরে যাচ্ছেন রাজশাহীর জিম্বাবুইয়ান ক্রিকেটার রায়ান বার্ল। রাত ৩টায় ইথিওপিয়ান এয়ারওয়েজের ফ্লাইটে হারারে যাবেন বার্ল। একইভাবে পাকিস্তানের মোহাম্মদ হারিস আজ রাত ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে লাহোর যাবেন।
এছাড়া, পাকিস্তানি কোচ ইজাজ আহমেদের ফ্লাইট আগামীকাল সোমবার এবং ওয়েস্ট ইন্ডিয়ান মিগ্যুয়েল কামিন্সের ফ্লাইট নিশ্চিত হয়েছে ৫ ফেব্রুয়ারি।
আফগান ক্রিকেটার আফতাব আলমসহ অন্য বিদেশি ক্রিকেটারদেরও দৈনিক ভাতা এবং অন্তত ৫০ শতাংশ পারিশ্রমিক শোধ করে দেশে পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন রাজশাহী মিডিয়া ম্যানেজার ইশতিয়াক পারভেজ নিলয়।
Advertisement
বিদেশি ক্রিকেটারদের পাওনা শোধ হবে কীভাবে? এ প্রশ্নের জবাবে রাজশাহী মিডিয়া ম্যানেজারের ব্যাখ্যা, ‘সাধারণত বিদেশি ক্রিকেটারদের পেমেন্ট দেশে ফেরার পর এজেন্টের মাধ্যমে পরিশোধ করা হয়। সেটি এজেন্টের কাছে সময়মতো পাঠিয়ে দেওয়া হবে।’
কিন্তু সেই সময়টা ঠিকঠাক হবে তো? কে জানে! এ প্রশ্নই এখন ক্রিকেট অনুরাগীদের মনে। এখন কোনোভাবে ধামাচাপা দিয়ে বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হলেও তাদের পারিশ্রমিকের বাকি অংশ কি সত্যিই এজেন্টের মাধ্যমে পরিশোধ করা হবে? নাকি শেষ পর্যন্ত সেটা বিসিবিকে পরিশোধ করতে হবে? সেটাই দেখার বিষয়।
এআরবি/এমএমআর/জেআইএম