দেশজুড়ে

গাজীপুরের বাসন থানা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

গাজীপুরের বাসন থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারীকে (৭৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার বাসা থেকে বাসন থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

Advertisement

পুলিশ জানায়, গত ১২ আগস্ট একটি মারামারির মামলায় ৩১ নম্বর আসামি ছিলেন তিনি। গ্রেফতারের পর আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, আব্দুল বারী বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন একটি মারামারির মামলার আসামি ছিলেন। শনিবার বিকেলে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।পরে বিকেলে গাজীপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মো. আমিনুল ইসলাম/এফএ/এএসএম

Advertisement