অর্থনীতি

ভোক্তার মানসম্পন্ন পণ্য পাওয়া নিশ্চিতে কাজ করছে বিএসটিআই

ভোক্তার মানসম্পন্ন পণ্য পাওয়া নিশ্চিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সব সময় কাজ করছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক (ডিজি) এস এম ফেরদৌস আলম। তিনি বলেছেন, ব্যবসায়ীরা সহজে বিএসটিআই থেকে সেবা গ্রহণ করতে পারেন।

Advertisement

শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) এক কর্মশালায় এসব কথা বলেন বিএসটিআইয়ের ডিজি। ‘বিএসটিআই থেকে পণ্যের মান সনদ গ্রহণ ও ল্যাবটেস্ট সনদ গ্রহণে করণীয়’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা হয় বিসিআইয়ের বোর্ডরুমে।

বিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিআইয়ের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর (পারভেজ) সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। আলোচক বা ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের সহকারী পরিচালক প্রকৌশলী ফিরোজ আহম্মদ ও সহকারী পরিচালক (ফুড অ্যান্ড ব্যাক্ট.) এস এম ফরহাদ হোসেন।

কর্মশালায় ৩৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় বিসিআইয়ের পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা, জাহাঙ্গির আলম ও নাজমুল আনোয়ার উপস্থিত ছিলেন। বিসিআইয়ের সেক্রেটারি জেনারেল ড. মোঃ হেলাল উদ্দিনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম ফেরদৌস আলম বিএসটিআই থেকে পণ্যের মান সনদ গ্রহণ ও ল্যাবটেস্ট সনদ গ্রহণের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের এই কর্মশালা আয়োজনের জন্য বিসিআইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বিএসটিআইয়ের পরিচিতি এবং কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।

Advertisement

ফেরদৌস বলেন, ‘বিএসটিআই থেকে গ্রাহকরা যাতে সহজে সেবা গ্রহণ করতে পারে তার জন্য আমরা সচেষ্ট আছি। আজকের এই আয়োজন সেবাগ্রহীতা ও সেবাদাতার মধ্যে একটি মেলবন্ধন সৃষ্টি হবে। বিএসটিআইও সব সময় চেষ্টা করে যাচ্ছে যাতে ভোক্তা সঠিক ও মানসম্পন্ন পণ্য পেতে পারে এবং ব্যবসায়ীরা সহজে বিএসটিআই থেকে সেবা গ্রহণ করতে পারেন।’ বিএসটিআই বেসরকারি খাতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে সেবার মান বৃদ্ধিতে সচেষ্ট আছে বলে তিনি জানান।

কর্মশালার সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, শিল্পের উৎপাদিত পণ্যের মান সনদ অত্যন্ত জরুরি। আমরা চাই শিল্পগুলো তার উৎপাদিত পণ্যের সঠিক মান সহজে যাচাইয়ের মাধ্যমে সনদ গ্রহণ করতে পারে এবং ভোক্তারা যেন সঠিক ও মানসম্পন্ন পণ্য পেতে পারে।

বিসিআই সভাপতি বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য আমাদের বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করতে হবে, যার ফলে কাজটি সমন্বিতভাবে হবে ও সেবা গ্রহণ সহজ হবে।

আনোয়ার-উল আলম চৌধুরী দেশের অর্থনীতিতে বিদ্যমান বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং সবাইকে শিল্পক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো যথাযথভাবে সরকারের কাছে তুলে ধরার জন্য অংশগ্রহণকারী সবার সহযোগিতা কামনা করেন।

Advertisement

কর্মশালায় শুভেচ্ছা বক্তব্যে বিসিআই পরিচালক জাহাঙ্গির আলম সবাইকে ধন্যবাদ জানান এবং শিল্প প্রতিষ্ঠান যাতে স্বল্প সময়ে ও খরচে সেবা গ্রহণ করতে পারে তার জন্য বিএসটিআইয়ের মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বিসিআইয়ের পক্ষ থেকে এ ধরনের কর্মশালা ধারাবাহিকভাবে আয়োজন করার কথা জানান। তিনি সবাইকে কর্মশালায় সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানান।

কর্মশালার দ্বিতীয় ভাগে ‘বিএসটিআই থেকে পণ্যের মান সনদ গ্রহণ ও ল্যাবটেস্ট সনদ গ্রহণে করণীয়’র ওপর আলোচক প্রকৌশলী ফিরোজ আহম্মদ ও এস এম ফরহাদ হোসেন দুটি সেশনের মাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মশালার শেষ অংশে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয়। বিসিআইয়ের পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা সার্টিফিকেট বিতরণ করেন।

এমএমএআর/এএসএম