জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে সুশাসন ও রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ জরুরি বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
Advertisement
তিনি বলেন, আমাদের কলেজগুলোতে রিসোর্সের কোনো অভাব নেই। এখন দরকার শুধু ভালো সিলেবাস, জবাবদিহি, সুশাসন ও রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ অডিটোরিয়ামে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষাব্যবস্থার অবকাঠামোতে বিগত সময়ে রাজনীতি, দলাদলি সৃষ্টি করে বৈষম্য, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছিল। এখন থেকে বিগত সময়ের মতো আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টি করা যাবে না। শিক্ষাব্যবস্থায় কোনো বৈষম্যও থাকবে না।
Advertisement
উপাচার্য শিক্ষকদের কলেজের ভেতরে দলাদলি, রাজনীতি না করে ক্লাসে মনোযোগী হওয়া এবং শিক্ষার্থীদের ভালো করে পড়াশোনায় গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। পাশাপাশি ক্লাসে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি যেন বাড়ে, সেদিকেও নজর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ মানবসম্পদ। তোমরাই পারবে জাতির রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কার, শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, আইসিটি, ট্রেড কোর্স, প্রফেশনাল কোর্সের সমন্বয়ে অধ্যয়নের ব্যবস্থা করছি। যেন ডিগ্রি অর্জনের সঙ্গে সঙ্গে দেশে-বিদেশে চাকরির বাজারে নিজেদের যোগ্য হিসেবে তোমরা মেলে ধরতে পারো।
অধ্যাপক আমানুল্লাহ আরও বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীরা যে ভয়াবহতা দেখেছে, এর ফলে প্রতিটি শিক্ষার্থী মানসিকভাবে ট্রমাতে রয়েছে। এ ট্রমা থেকে শিক্ষার্থীদের মানসিকভাবে দৃঢ় ও সুস্থ মনোবল তৈরির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনতাবিষয়ক কর্মশালা শুরু করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রত্যেক কলেজের শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের কর্মশালা করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ অধ্যাপক জুলহাস উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি তাহসিনুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
Advertisement
এএএইচ/এমকেআর