শিক্ষা

অভিভাবক পাচ্ছে সাত কলেজ, আসছে অন্তর্বর্তী প্রশাসন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্তি বাতিল ঘোষণার পর এখন অভিভাবকহীন রাজধানীর সরকারি সাতটি কলেজ। কলেজগুলোর জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের আশ্বাসে ঢাবির অধিভুক্তি বাতিল করা হয়।

Advertisement

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় আপাতত অন্তর্বর্তী প্রশাসনের অধীনে এ কলেজগুলো পরিচালিত হবে। সাত কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগ পর্যন্ত এ প্রশাসন সাত কলেজ নিয়ে কাজ করবে। শিগগির সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী প্রশাসন ঘোষণা করা হবে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সাত কলেজের জন্য অন্তর্বর্তী প্রশাসন গঠনের কাজ করছে। ইউজিসির পক্ষ থেকে অন্তর্বর্তী প্রশাসনের রূপরেখা রোববার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

আরও পড়ুন

Advertisement

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চলবে সাত কলেজ নিয়ে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রস্তাব সাত কলেজ ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ

মন্ত্রণালয় এ কমিটির চূড়ান্ত অনুমোদন দিলে দায়িত্ব গ্রহণ করবেন অন্তর্বর্তী প্রশাসনের কর্মকর্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সমন্বয়ে এ প্রশাসন গঠিত হবে।

ইউজিসি সদস্য ও সাত কলেজ নিয়ে স্বতন্ত্র কাঠামো প্রতিষ্ঠায় গঠিত বিশেষজ্ঞ কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান। তিনি বলেছেন, সাত কলেজের জন্য একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে। নতুন পরিচয় নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সাত কলেজ এ প্রশাসনের অধীনে চলবে।

‘অন্তর্বর্তী প্রশাসনের রূপরেখা প্রায় চূড়ান্ত। রোববার আমরা এ সংক্রান্ত একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো। এ প্রস্তাবনা মন্ত্রণালয় থেকে অনুমোদন করার মাধ্যমে একটা আইনগত ভিত্তি তৈরি করা হবে।’

অন্তর্বর্তী প্রশাসনের কাঠামো কেমন হবে জানতে চাইলে অধ্যাপক তানজীমউদ্দিন খান বলেন, সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে একটা বডি তৈরি করবো। এখানে সাত কলেজের যে কোনো একটি কলেজের অধ্যক্ষকে প্রধান করা হবে। এ প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস ও ভর্তি পরীক্ষার অফিস যুক্ত থাকবে। আর ইউজিসি এ প্রশাসনে ‘অ্যাডভাইজরি অথরিটি’ হিসেবে কাজ করবে।

Advertisement

আরও পড়ুন

৭ কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করার প্রক্রিয়া জটিল: শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সংঘর্ষ, আলোচনার চেষ্টা করতে গিয়ে তোপের মুখে হাসনাত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৭ জানুয়ারি সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে একটি সভা করে অধিভুক্তি বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার পর ওইদিন সংবাদ সম্মেলনে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

এএএইচ/এমকেআর