অর্থনীতি

সঞ্চয়পত্রের দুই ধাপে যে পরিমাণ লাভ পাবেন বিনিয়োগকারীরা

সম্প্রতি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফা বাড়িয়েছে সরকার। স্কিমের ধরন অনুযায়ী নতুন মুনাফার হার ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত করা হয়েছে।

Advertisement

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ হার কার্যকর হয়েছে। পাঁচ স্কিমের মধ্যে রয়েছে- পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট।

সুদহার বাড়ানোর ফলে এখন আগ্রহ বেড়েছে সঞ্চয়পত্রে। সঞ্চয়পত্র বিক্রির শাখাগুলোয় গ্রাহকের উপস্থিতিও চোখে পড়ার মতো। সঞ্চয়পত্রের যে দুই ধাপে বিনিয়োগের সুযোগ রয়েছে- জাগো নিউজের পাঠকদের জন্য আজ তা তুলে ধরা হলো। পাশাপাশি এ দুই ধাপে সুদহার কত সে সম্পর্কে জেনে নেই।

সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের দুটি ধাপ রাখা হয়েছে। এর একটি ধাপ ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারী। দ্বিতীয় ধাপটি হলো ৭ লাখ ৫০ হাজার টাকার ওপরের বিনিয়োগকারী। পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা কিংবা তার কম বিনিয়োগ করা বিনিয়োগকারীরা সাড়ে ১২ শতাংশ হারে মুনাফা পাবেন। এছাড়া সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগকারীরা মুনাফা পাবেন ১২ দশমিক ৩৭ শতাংশ হারে।

Advertisement

আরও পড়ুন

যেভাবে সঞ্চয়পত্র থেকে বেশি মুনাফা পাবেন সরকারি কর্মচারীরা মেয়াদের আগে সঞ্চয়পত্র ভাঙলেও মিলবে বাড়তি মুনাফা

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে সাড়ে ৭ লাখ টাকা বা তার নিচের বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার ১২ দশমিক ৪০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগকারীর মুনাফার হার ১২ দশমিক ৩৭ শতাংশ।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা বা তার নিচের বিনিয়োগকারীদের মুনাফার হার ১২ দশমিক ৩০ শতাংশ। এ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগকারীর মুনাফার হার হবে ১২ দশমিক ২৫ শতাংশ।

পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা বা তার নিচের বিনিয়োগকারীর মুনাফার হার ১২ দশমিক ৫৫ শতাংশ। এক্ষেত্রে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগকারীর মুনাফার হার ১২ দশমিক ৩৭ শতাংশ। পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে সাড়ে ৭ লাখ টাকা বা তার নিচের বিনিয়োগকারীর মুনাফার হার করা হচ্ছে ১২ দশমিক ৩০ শতাংশ। এছাড়া সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগকারীর মুনাফার হার ১২ দশমিক ২৫ শতাংশ।

Advertisement

ইএআর/কেএসআর/এমএস