অমর একুশে বইমেলা উপলক্ষে আসছে তরুণ লেখক ও কথাসাহিত্যিক ধ্রুব হিমালয়ের গল্পগ্রন্থ ‘রূপন্তী’। এটি তার চতুর্থ বই এবং দ্বিতীয় গল্পগ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ।
Advertisement
বইটি প্রকাশ করছে বইমই প্রকাশনী। মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২২৫ টাকা। বইটি রকমারি ডটকমসহ বইমেলায় প্রকাশনীর স্টলে পাওয়া যাবে।
আরও পড়ুন
প্রকাশিত হলো মুহাম্মদ রাশেদুল ইসলামের ‘কলিজার আধখান’ প্রকাশিত হলো রফিকুজ্জামান রণির কবিতার বইএর আগে ধ্রুব হিমালয়ের ‘প্রণয়ের অভিধান’, ‘অন্তরাল’, ‘উড়ো চিঠি’ নামে তিনটি বই প্রকাশ হয়েছে।
Advertisement
নতুন বই সম্পর্কে ধ্রুব হিমালয় বলেন, ‘একজন পাঠক থেকে উঠে আসা লেখক আমি। বইয়ের জগতটাকে খুব বেশি ভালোবাসি। সেই ভালোবাসা থেকে সৃষ্টি করে যাওয়া। লিখে যেতে চাই মৃত্যুর আগ পর্যন্ত। তারই ধারাবাহিকতায় এবারও বই আসছে। আশা করি সবার ভালো লাগবে।’
এসইউ/এমএস