জাতীয়

বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার

ঢাকা মহানগরীর বনানী থানা এলাকায় পথশিশু ধর্ষণের ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম- মো. আল আমিন (২১)।

Advertisement

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদিন রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে মহাখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বনানী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, রোববার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা থেকে ৮টার মধ্যে বনানী থানাধীন মহাখালী কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত কক্ষে এক পথশিশু (বয়স ৯ বছর) ধর্ষণের শিকার হয়। ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বনানী থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি (One-Stop Crisis Centre) বিভাগে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ডিএমপির বনানী থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

Advertisement

তালেবুর রহমান বলেন, মামলার পর বনানী থানা পুলিশের একটি চৌকস টিম আসামি গ্রেফতারে অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত আল আমিনকে বনানী থানাধীন মহাখালী টিভি গেইট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আল আমিন মহাখালী বাস টার্মিনালে ভাসমান অবস্থায় থেকে বিভিন্ন পাবলিক পরিবহনের হেলপার হিসেবে কাজ করছিলেন মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এএমএ

Advertisement