রাজনীতি

জুলাই যোদ্ধাদের পাশে রাষ্ট্র নয়, জামায়াত ছিল: নূরুল ইসলাম বুলবুল

জুলাই যোদ্ধাদের পাশে রাষ্ট্র নয়, জামায়াত ছিল: নূরুল ইসলাম বুলবুল

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের জন্য রাষ্ট্র যা করতে ব্যর্থ হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী তা করেছে। এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

Advertisement

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান’- এর বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন করা, জুলাই সনদের বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করা। কিন্তু সরকার কেবল একটি ‘জুলাই ফাউন্ডেশন’ গঠনের মধ্যেই তাদের দায়িত্ব শেষ মনে করেছে। সেই ফাউন্ডেশনের প্রতিশ্রুত মাসিক ভাতা গত এক বছরেও কেউ পায়নি।

তিনি বলেন, অন্যদিকে জামায়াতে ইসলামী প্রত্যেক শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে, হাসপাতালে আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে এবং জুলাই শহীদদের স্মরণে ১০ খণ্ডে ১৫০০ পৃষ্ঠার গ্রন্থ প্রকাশ করেছে। এসব ছিল সরকারের দায়িত্ব।

Advertisement

জামায়াতের এই নেতা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্বব্যাপী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অনুপ্রেরণা হয়ে থাকবে। পৃথিবীর যেখানেই কেউ ফ্যাসিস্ট আচরণ করতে চাইবে, সেখানে আমাদের জুলাই আন্দোলন এক শিক্ষা হয়ে থাকবে।

অভিযোগ করে তিনি বলেন, আজ যারা জুলাই যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে রাজনীতি করছেন, তারাই এখন সেই যোদ্ধাদের হেয় প্রতিপন্ন করছেন। অথচ গত ১৫ বছরে তারা রাজপথে দাঁড়াতেই পারেনি। জামায়াত সবসময় এবং সব প্রয়োজনে জুলাই যোদ্ধাদের পাশে ছিল, আছে এবং থাকবে।জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জামায়াতে ইসলামী ঘোষিত ৭ দফা বাস্তবায়ন করতে হবে। না হলে নতুন রূপে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে, যার ইঙ্গিত এরইমধ্যে মিলছে।

সভায় তিনি সবাইকে আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশ নিয়ে ৭ দফা দাবি আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখতে গিয়ে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা বলেন, জামায়াত ছাড়া আর কোনো রাজনৈতিক দল আমাদের পাশে দাঁড়ায়নি। কেউ আমাদের খবর নেয়নি, চিকিৎসা বা সহযোগিতাও করেনি। জামায়াত আমাদের পাশে ছিল, আমরা তা ভুলব না।

Advertisement

তারা অবিলম্বে জুলাই সনদ ঘোষণা, গণহত্যার বিচার, এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৮ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই অভ্যুত্থানের পর সরকারের দায়িত্ব ছিল আহতদের চিকিৎসা, শহীদ পরিবারদের পুনর্বাসন, গণহত্যার বিচার ও সুশাসনের রূপরেখা তৈরি। কিন্তু সরকার একটি দলের চাপে এসব করতে পারেনি। তারা শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত।

তিনি বলেন, জামায়াত শুরু থেকেই বলেছে, আমরা নির্বাচন চাই। তবে তার আগে ১৭ বছরের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন মহানগরীর বিভিন্ন থানার আমির, আহত জুলাই যোদ্ধা ও শহীদদের পরিবারবর্গ। শহীদ হৃদয়ের মা, শহীদ লিটনের ছোট বোন, শহীদ আল-আমীনের মা, শহীদ কামালের মেয়ে ও আহত যোদ্ধা রফিকুল ইসলাম রুবেল তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

এএএম/এএমএ