শীতে অনেকেরই ত্বক এমনকি ঠোঁট কালচে হতে শুরু করে। আবার ধূমপানের কারণেও অনেকের ঠোঁটের রং পরিবর্তন হয়ে যায়। যদিও ঠোঁটের রং বদলে যাওয়ার বিষয়টি সবাই সাধারণভাবেই নেন। তবে জানলে অবাক হবেন, এর পেছনেও কিন্তু লুকিয়ে থাকতে কঠিন রোগের ইঙ্গিত।
Advertisement
অনেকেরই ধারণা, ঠোঁট কালো হওয়ার পেছনে দায়ী শুধু ধূমপান। যদিও নিকোটিন ও বেনজোপাইরিন ত্বকের মেলানিন উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে কালো হয়ে যেতে পারে ঠোঁট। তবে আরও বেশ কিছু কারণেও ঠোঁটের রং কালচে হতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক আর কী কী কারণে ঠোঁটের রং পরিবর্তন হয়-
থাইরয়েডশরীরে থাইরক্সিন হরমোনের ক্ষরণ কমে গেলে কিংবা বেড়ে গেলেও শরীরের বিভিন্ন অংশে দাগছোপ দেখা যায়। ঠোঁটের উপরেও এর ক্ষতিকর প্রভাব পড়ে। তাই ঠোঁটে কালচে দাগ দেখলে একবার থাইরয়েড পরীক্ষা করিয়ে নিতে পারেন।
ক্যানসারঠোঁটের কালো দাগ ক্যানসারেরও লক্ষণ হতে পারে। যদি এই দাগ ক্রমশ গাঢ় হয়, রক্তপাত কিংবা ক্ষত হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। মেলানোমা ক্যানসারের লক্ষণ হতে পারে ঠোঁটের কালচে দাগছোপ।
Advertisement
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, শরীরে ভিটামিন বি ১২ এর ঘাটতি হলে ঠোঁটের কোণে কালচে দাগছোপ দেখা যায়। এই ভিটামিনের অভাবে শরীরে অ্যানিমিয়ার মতো রোগ বাসা বাঁধতে পারে। তাই ঠোঁটে কালো দাগছোপ দেখলে সতর্ক থাকুন।
পানিশূন্যতাশরীরে পানির ঘাটতি থাকলেও ঠোঁটের রং পরিবর্তন হতে পারে। হঠাৎ ঠোঁটে কালচে দাগ দেখলে বুঝতে হবে শরীরে পানির ঘাটতি হচ্ছে। এক্ষেত্রে রং বদলানোর সঙ্গে সঙ্গে ঠোঁট ফাটার লক্ষণও দেখা যায়।
আরও পড়ুন
সাধারণ ঠান্ডা-কাশি নাকি নিউমোনিয়া, বুঝবেন কোন লক্ষণে? গুড় খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? লিপস্টিক ব্যবহারেবেশিরভাগ নারীই ঠোঁটে লিপস্টিক ব্যবহার করেন। আবার অনেক পুরুষ ঠোঁটে লিপবাম ব্যবহার করেন। তবে জানেন কি, এসব ব্যবহারের কারণে অ্যালার্জির সৃষ্টি হতে পারে। যার কারণে পরবর্তী সময়ে ঠোঁটের রং কালচে হওয়ার ঝুঁকি থাকে।
Advertisement
গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণেও নারীদের ঠোঁট কালো হতে পারে। আবার হরমোনজনিত ওষুধ যেমন জন্মনিয়ন্ত্রণ ওষুধ বা হরমোন প্রতিস্থাপন থেরাপির কারণেও হতে পারে।
অ্যাডিসনস রোগেঅ্যাডিসনস নামক রোগে আক্রান্ত হলে শরীরের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসোল ও অ্যালডোস্টেরন নামক হরমোনের ক্ষরণ কমে যায়। ফলে দেহের বিভিন্ন অংশ কালো হয়ে যায়। ঠোঁটেও এর প্রভাব পড়ে।
ঠোঁটের কালো দাগ দূর করতে ঘরোয়া টোটকা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে লেবু, চিনি, মধু, আপেল সিডার ভিনেগারসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। এতে ধীরে ধীরে ঠোঁটের কালচে দাগ কমে যাবে।
সূত্র: হেলথলাইন/মেডিকেল নিউজটুডে
জেএমএস/এমএস