রাজনীতি

১/১১ এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি: আব্বাস

১/১১ এর ভয়াবহ যে পরিণতি এটা বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

Advertisement

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আব্বাস বলেন, আজকে বহু মত, বহু পথ, বহু টেলিভিশন, বহু সংবাদপত্রে কথা বলার সুযোগ পেয়ে বহু কথা আমাদের দলের বিরুদ্ধে। আমাদের দুই একজন নেতা দুই, এক জায়গায় কিছু কথা বলে থাকতে পারে হয়তো, আমি দেখি নাই। আমি বাইরে ছিলাম। ইদানিং দেখলাম বহুলোক বহু কথা বলছে, বলছে বিএনপি নাকি ১/১১ আনার পাঁয়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই ২০০৭ সালের ১/১১ এর ভয়াবহ যে পরিণতি এটা বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি।

আরও পড়ুন:

Advertisement

কোকোর দশম মৃত্যুবার্ষিকী আজ অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না: ফখরুল ‘মির্জা ফখরুলের বক্তব্যে জুলাই গণহত্যার বিচার না হওয়ার আলামত’

তিনি বলেন, ১/১১ নয় যদি আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিবেদ ৫ আগস্টের পরে যদি করতে থাকেন তাহলে দেশে গণতন্ত্রের কোনো দিন চেহারা দেখবেন না। বিভিন্ন রাজনৈতিক দল, অনেক ব্যক্তি যারা কথাবার্তা বলছেন, তারা এমনভাবে কথাবার্তা বলছেন, আমি মাঝে মাঝে যদি সুযোগ হয় টেলিভিশনে দেখি, এমনভাবে কথাবার্তা বলছেন যেন বিএনপি আওয়ামী লীগের দোসর। বিএনপিকে আওয়ামী লীগের শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

অনেকে বিএনপিকে ভারতের দিকে ঠেলে দিতে চায় অভিযোগ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, ভারতের দোসর আওয়ামী লীগের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতেই চায়, আমি বলবো আপনারা নিজের চেহারা আয়না দিয়ে দেখুন, নিজের অন্তরটা আয়না দিয়ে দেখুন। দেশবাসীকে ফাঁকি দেয়ার চেষ্টা করবেন না।

আজকে আমাদেরকে ঠেলে দিতে চাচ্ছেন অন্য শিবিরে, উদ্দেশ্যটা কি প্রশ্ন রেখে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সিল মারতে চান? আমাদেরকে ভারতের দালাল বানাতে চান? এই কথা কখনো চিন্তা করবেন না। এই দেশে অতন্দ্র প্রহরী ছিলেন জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া। এই দেশে অতন্দ্র প্রহরী আমার এই নেতাকর্মী ভাইয়েরা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার জন্য।

বাংলাদেশে জিয়া পরিবারের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, জিয়াউর রহমানের পরিবার সম্পর্কে যারা অবজ্ঞা প্রকাশ করতে চান তাদের সম্পর্কে বলতে চাই, এই পরিবারের ত্যাগ যদি জাতি ভুলে যায় এটা ঠিক হবে না। এই জাতির প্রতি এবং পরিবারের প্রতি অন্যায় করা হবে। আরাফাত রহমান কোকো মারা গেলেন, তার বড় ভাই দেশত্যাগী, তার মা এখন পর্যন্ত চিকিৎসাধীন।

Advertisement

কেএইচ/এসএনআর/এমএস