জাতীয়

বিদ্যুৎ লাইনে কাজ করার সময় মই থেকে পড়ে লাইনম্যানের মৃত্যু

রাজধানীর শাহবাগ থানার পিজি হাসপাতালের পেছনের রাস্তায় বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মই থেকে পড়ে মো. জাহিদ (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

মৃত জাহিদের সহকর্মী মোহাম্মদ ইলিয়াস জাগো নিউজকে বলেন, দুপুরে পিজি হাসপাতালের পেছনের রাস্তায় ডিপিডিসি বৈদ্যুতিক খুঁটির মেইন লাইনের ইলেকট্রিক তার লাগানোর সময় বৈদ্যুতিক শখে মই থেকে নিচে পড়ে মাথায় আঘাত লেগে জাহিদ গুরুতর আহত হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পিজি হাসপাতাল অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জাহিদের মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Advertisement

কাজী আল-আমিন/এমএএইচ/