বলিউডের জনপ্রিয় শিল্পী মোনালি ঠাকুরের মঙ্গলবার কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠান ছিল। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, মঞ্চে গাইতে গাইতেই নাকি অসুস্থ বোধ করায় মাঝপথে অনুষ্ঠান ছেড়ে তাকে বেরিয়ে যেতে হয়েছে। এরপরই শোনা যায়, এ শিল্পী নাকি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) দিনভর সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিয়ে আলোচনায় আজ (২৩ জানুয়ারি) মোনালি ঠাকুর মুখ খুললেন।
Advertisement
জানা গেছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মোনালিকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি হোটেলে ফিরে আসেন। বুধবার (২২ জানুয়ারি) বিকেলেই সেকথা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন মোনালির বোন মেহুলি ঠাকুর।
এবার মোনালি নিজেই বলেন, ‘আমি হাসপাতালে ভর্তি হইনি। আমার কোনো শ্বাসকষ্টও হয়নি। কোনো ভিত্তিহীন খবরে কান দেবেন না।’ এদিকে তার অসুস্থতার খবরে অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন। স্বাভাবিকভাবেই মোনালির শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন সবাই। এবার সবাইকে আশ্বস্ত করেই মোনালি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই যে, আমি মোটেই শ্বাসকষ্টে ভুগছি না। আর কোনো হাসপাতালেও ভর্তি ছিলাম না। এগুলো মিথ্যে রটনা।’
আসলে কী ঘটেছিল- এ প্রসঙ্গে মোনালির মন্তব্য, “আসলে ভাইরাল জ্বর হওয়ার পর আমি ঠিকঠাক বিশ্রাম নিতে পারিনি। যার ফলে আমার অসহ্য সাইনাস এবং মাইগ্রেনের ব্যথা শুরু হয়। বিমানে উঠেই অসুস্থ বোধ করা শুরু করেছিলাম।’
Advertisement
সেই পোস্টে মোনালি ঠাকুর জানান, তিনি বর্তমানে মুম্বাইতে রয়েছেন। সেখানেই তার চিকিৎসা চলছে এবং পুরোপুরি বিশ্রামে রয়েছেন তিনি। শিল্পীর ভাষ্য, ‘আমি সেরে উঠছি। আশা করি, খুব দ্রুত সুস্থ হয়ে যাব। দয়া করে এই বিষয়টা নিয়ে আর জলঘোলা করবেন না! আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে কথা বলার মতো। আপনাদের সবার এত উদ্বেগ, ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।’
এমএমএফ/জেআইএম