বিনোদন

১৩ দিনে কত আয় করেছে রাম চরণের ‘গেম চেঞ্জার’

দক্ষিণ ভারতীয় সিনেমা ‘গেম চেঞ্জার’ ঘোষণার ৫ বছর পর ১০ জানুয়ারি মুক্তি পেয়েছে। রাম চরণ অভিনীত সিনেমাটি এরই মধ্যে দর্শকদের মন জয় করেছে। মুক্তির পর থেকে ‘গেম চেঞ্চার’ বক্স অফিস কাঁপাচ্ছে। ১৩ দিনে সিনেমাটি ১২৮.০৫ কোপি রুপি আয় করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ১৮১ কোটি টাকারও বেশি।

Advertisement

স্যাকনিল্কের-এর প্রাথমিক তথ্যে জানা গেছে, ‘গেম চেঞ্চার’ মুক্তির প্রথম দিনে ৫১ কোটি রুপি আয় করেছে। কিন্তু দ্বিতীয় এর আয় ২১.৬ কোটিতে নেমে যায়। তৃতীয় দিনে সিনেমাটি ১৫.৯ কোটি, এরপর ৪র্থ দিনে ৭.৬৫ কোটি, ৫ম দিনে ১০ কোটি, ৬ষ্ঠ দিনে ৭ কোটি এবং ৭ম দিনে ৪.৫ কোটি আয় করে।

সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করলে এর আয় আরও কমে যায়। ৮তম দিনে ২.৭৫ কোটি রুপি, ৯ তম দিনে ২.৪ কোটি, ১০ দিনে ২.৬ কোটি আয় করেছে, ১১তম দিনে ১ কোটি এবং ১২তম দিনে ০.৯ কোটি আয় করেছে।

সিনেমাটি রাম চরণের বিপরীতে অভিনয় কিয়ারা আদভানি অভিনীত এ সিনেমা করোনা মহামারিসহ বেশ কিছু কারণে পিছিয়ে গিয়েছিল। ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গে আল্লু অর্জুনের পুষ্পা-২ ছবির টিকিট বিক্রিতে ভাটা পড়ে যায়।

Advertisement

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ‘গেম চেঞ্জার’ নির্মাণের ঘোষণা আসে। সেবছর সেপ্টেম্বরে এর শুটিং শুরু হয়। ‘গেম চেঞ্জার’ নির্মাণ করেছেন পরিচালক এস শংকর।

মুক্তির প্রথম দিনে ‘গেম চেঞ্জার’ ভারতজুড়ে তেলেগু ভাষায় প্রায় ৩৮৬৩টি শো, তামিল ভাষায় এটি প্রায় ৬৫০টি, হিন্দিতে ২৪৮৫টি শো হয়েছে। ভারতজুড়ে সিনেমাটির ৭৫০০টিরও বেশি শো হয়েছে।

‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একটিতে তাকে মাথা গরম তরুণের চরিত্রে দেখা যাবে। তার এই চরিত্রটি দর্শককে মুগ্ধ করেছে। অন্যটি গ্রামের একজন রাজনীতিকের।

আরও পড়ুন:এলো রাম চরণের ‘গেম চেঞ্জার’, ‘পুষ্পা-২’র টিকিট বিক্রিতে ভাটাচাঁদা না দেওয়ায় পাইরেসির কবলে ‘গেম চেঞ্জার’

রাজনৈতিক গল্পনির্ভর ‘গেম চেঞ্জার’ সিনেমাটির বাজেট চিল ৪৫০ কোটি রুপি। রাম চরণ, কিয়ারা ছাড়াও এতে অভিনয় করছেন জয়রাম, অঞ্জলি, সুনীল, নবীন চন্দ্র, শ্রীকান্ত প্রমুখ।

Advertisement

এমএমএফ/জেআইএম