১২টি টিকিটসহ হৃদয় মিয়া (৩২) নামের কালোবাজারিকে আটক করেছে রেল পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তাকে কারাগারে পাঠানো হয়েছে। হৃদয় মিয়া নরসিংদী সদর উপজেলার মানিক মিয়ার ছেলে ।
Advertisement
এর আগে বুধবার রাতে ভৈরব রেলওয়ে থানা পুলিশ নরসিংদী স্টেশন থেকে টিকিটসহ যুবককে আটক করে।
ভৈরব রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নরসিংদী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্ম থেকে ৩৩ আসনের ১২টি টিকিটসহ তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টিকিট বিক্রি করতেন।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহেমদ বলেন, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Advertisement
রাজীবুল হাসান/আরএইচ/জেআইএম