রাজনীতি

সালাউদ্দিনের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের পর মহিলা দল নেত্রী বহিষ্কার

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ্উদ্দিন আহমেদের বহিষ্কার চেয়ে ঝাড়ু মিছিল করে বহিষ্কার হয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ও ডেমরা থানা মহিলা দলের সাবেক সভাপতি নায়লা ইসলাম।

Advertisement

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সই করা বিবৃতিতে নায়লার বহিষ্কারের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য নায়লা বেগমকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তার সঙ্গে মহিলা দলের সব পর্যায়ের নেতাকর্মীকে কোনো প্রকার যোগাযোগ না রাখতে বলা হয়েছে।’

আরও পড়ুন

Advertisement

সালাউদ্দিনের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের পর মহিলা দল নেত্রী বহিষ্কার

মঙ্গলবার (২২ জানুয়ারি) ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহ্উদ্দিন আহমেদকে বিএনপি থেকে বহিষ্কারের দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করে নায়লা ইসলামের অনুসারীরা।

হুমকির শিকার নয়লা আক্তার সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি সালাহ্উদ্দিন যাত্রাবাড়ী এ কে স্কুলের প্রধান শিক্ষককে গালিগালাজসহ অসদাচরণ করেছেন। তার কথা না শুনলে এবং সময় মতো তার সঙ্গে দেখা না করলে ওই শিক্ষককে পিটিয়ে হাড়গোড় ভেঙে দেওয়ারও হুমকি দেন তিনি। এছাড়াও ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল ড. নুরে আলমকেও একই সভায় সালাহ্উদ্দিন হুমকি দিয়েছেন। শ্যামপুর-কদমতলা এবং ডেমরা-যাত্রাবাড়ীর প্রতিটি কলেজ-স্কুল কমিটির কাছে টাকা দাবি করছেন সালাহউদ্দিন। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

কেএইচ/এমআইএইচএস

Advertisement