চট্টগ্রামে সাজা পাওয়ার ২২ বছর পর মাহবুবুল আলম নামে এক দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
সোমবার (২০ জানুয়ারি) নগরীর খুলশী থানার লালখান বাজারের সামসি কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহবুবুল আলম ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি বলে জানিয়েছেন খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান।
মামলার নথি সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় মো. আজিজুল্লাহ ইমন নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে অপহরণের চেষ্টা চালায় গ্রেফতার মাহবুবুল আলমসহ আরেক ব্যক্তি। এসময় ভিকটিমের চিৎকারে স্থানীয়রা তাদের আটক করে রেলওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় জামিনে বের হয়ে পলাতক হন মাহবুবুল আলম। ২০০৩ সালের ২৯ এপ্রিল ওই মামলায় রায় ঘোষণা করেন আদালত। রায়ে মাহবুবুল আলমকে ৫ বছর কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয়। আসামি মাহবুবুল আলম আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
Advertisement
এমডিআইএইচ/এসআইটি/জেআইএম