দেশজুড়ে

রাজশাহীতে ভোটার হালনাগাদ শুরু

‘সঠিক তথ্যে ভোটার হবো, নির্বাচনে ভোট দেব’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহী বিভাগে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারের তথ্য সংগ্রহের এ কার্যক্রম চলবে।

Advertisement

সোমবার (২০ জানুয়ারি) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা এর আগে এবং বিগত হালনাগাদে বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করবেন। এ সময় ভোটার তালিকা হতে বাদ দেওয়ার জন্য মৃত ভোটারদের তথ্যও সংগ্রহ করা হবে।

তিনি আরও জানান, ভোটার হতে অনলাইন জন্মসনদের কপি, জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি, পরিবারের যে কারও এনআইডির ফটোকপি, এসএসসি বা সমমান অথবা প্রযোজ্য ক্ষেত্রে অষ্টম শ্রেণি পাশের সনদের কপি এবং বিদ্যুৎ, গ্যাস বা পানির বিল পরিশোধের কপি লাগবে।

Advertisement

সাখাওয়াত হোসেন/এএইচ/এমএস