অর্থনীতি

সার সংকট জাদুঘরে পাঠানো হবে: কৃষিসচিব

দেশ থেকে সার সংকট জাদুঘরে পাঠানো হবে বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি বলেন, সার নিয়ে সমস্যা ছিল। দেশে সারের সংকট রাখবো না।

Advertisement

সোমবার (২০ জানুয়ারি) প্রেস ইনস্টিটিউ বাংলাদেশ (পিআইবি)-এ বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) সদস্যদের জন্য কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিসচিব বলেন, কিছুদিন আগে সারের সমস্যা ছিল, এটা আমরা ম্যানেজ করেছি। সারের সংকট ছিল, টাকা ছিল না বলে এলসি হয়নি। যে কারণে সার পায়নি। ফলে কৃষকদের সাময়িক সমস্যা ছিল। আগামীতে সারের সংকট থাকবে না। আমরা পিক আওয়ারে সৌদি আরব, মধ্যপাচ্য এবং চীন থেকে বাড়তি টাকা দিয়েও সার পাই না, কিন্তু অফ পিক আওয়ারে এসব দেশ কম টাকায় সার দিতে চায়। আমাদের পরিকল্পনা অফ পিক আওয়ারে এসব দেশ থেকে সার কিনবো। এরপর জুট, টেক্সটাইল মিলস লিমিটেডের তিন চারটা মিল লিজ নিয়ে সার সংরক্ষণ করা হবে।

আরও পড়ুন

Advertisement

রাশিয়া-মরক্কো থেকে ৩৯৬ কোটি টাকার সার কিনবে সরকার

তিনি বলেন, অফ পিক আওয়ারে এসব গুদামে সার সংরক্ষণ করে পিক আওয়ারে সরবরাহ করা হবে। গুদামের অভাবে আমরা সার সংরক্ষণ করতে পারছি না। এই সংকট আর থাকবে না। ফলে আমরা এভাবে কম দামে সার কিনে সংরক্ষণ করলে একদিকে দেড় থেকে দুই হাজার কোটি টাকা সাশ্রয় হবে, অন্যদিকে কৃষকও সহজে সার পাবে, আর সংকট থাকবে না।

খাদ্যনিরাপত্তায় মেগা প্রকল্প আসছে জানিয়ে কৃষিসচিব বলেন, দেশে জনসংখ্যা বাড়ছে। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে আমরা মাস্টারপ্ল্যান হাতে নেবো। এটা আমাদের স্বপ্ন, এটা বাস্তবায়ন করা হবে। দেশি-বিদেশি সবার সমন্বয়ে একটি পরিকল্পনা করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে আমাদের অর্থ লাগবে। সঠিকভাবে মাস্টারপ্ল্যান প্রণয়নের পরে অর্থের অভাব হবে না। পিআইবি’র মহাপরিচালক ফারক ওয়াসিফের সভাপতিত্বে ও বিএজেএফ’র সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিন বিজ্ঞানী, উদ্ভাবক ও লেখক ড. আবেদ চৌধুরী।

এমওএস/ইএ 

Advertisement