খেলাধুলা

অধিনায়ক হয়েই টস জিতলেন তাসকিন, ফিল্ডিংয়ে রাজশাহী

এনামুল হক বিজয়ের নেতৃত্বে ৮ ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়েছে দুর্বার রাজশাহী। সবশেষ ম্যাচে বিজয় সেঞ্চুরি করেও জেতাতে পারেনি দলকে।

Advertisement

এরই মধ্যে আজ (সোমবার) রাজশাহী ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, বিজয়কে সরিয়ে অধিনায়ক করা হয়েছে তাসকিন আহমেদকে। অধিনায়ক হয়ে চিটাগং কিংসের বিপক্ষে টস করতে নেমেছেন তাসকিন।

টসভাগ্য সহায় হয়েছে রাজশাহীর নতুন অধিনায়কের। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন তাসকিন। অর্থাৎ মোহাম্মদ মিঠুনের চিটাগং কিংস প্রথমে ব্যাট করবে।

৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে চিটাগং কিংস। এক ম্যাচ বেশি খেলে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে দুর্বার রাজশাহী।

Advertisement

এমএমআর/এএসএম