জাতীয়

প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসীদের জন্য জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ শীর্ষক প্রদর্শনী হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে স্থানীয় অবারভিলার এক অভিজাত হলে অনুষ্ঠিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

Advertisement

প্রদর্শনীতে রক্তাক্ত জুলাইয়ের চিত্রকর্ম, রনাঙ্গনের যোদ্ধাদের তৈরি গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রদর্শনীর পাশাপাশি ছিল আলোচনা অনুষ্ঠান।

এসময় নবকণ্ঠের চিফ রিপোর্টার নয়ন মামুনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে প্রবাসে এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের স্মৃতিকথা প্রবাসীদের কাছে তুলে ধরার জন্য এ ধরনের প্রয়াস প্রবাসের মাটিতে প্রথম উদাহরণ হিসেবে অন্যান্য দেশের প্রবাসী কমিউনিটিকে প্রেরণা যোগাবে।

এসময় বক্তব্য দেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক সম্পাদক মিল্টন সরকার, বিএনপি নেতা মনোয়ার হোসেন মুজাহিদ, হেলাল আহমদ, কাওছার আহমদ।

Advertisement

এছাড়া অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

আয়োজক নিউজ পোর্টাল নবকণ্ঠ ডট কমের নির্বাহী সম্পাদক আবু তাহির বলেন, এটি ছিল নবকণ্ঠের পক্ষ থেকে প্রবাসীদের সামনে জুলাই অভ্যুত্থানের ইতিহাস তুলে ধরার একটি উদ্যোগ।

এমন উদ্যোগ সব মহলের নেওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন কেউ একা করেনি। সবার অংশগ্রহণ ছিল। তাই এসব উদ্যোগ একে অন্যের জন্য প্রেরণা হওয়া সময়ের দাবি।

এমআইএইচএস/এমএস

Advertisement