দেশজুড়ে

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নানা অনিয়ম পেল দুদক

গোপালগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে নানা অনিয়মের সত্যতা পেয়েছে সংস্থাটি।

Advertisement

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন দুদক গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান।

তিনি বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে সরকারি কয়েক লাখ টাকা ব্যয় করে পানির লাইন ও পয়ঃনিষ্কাশন ড্রেনেজ নির্মাণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন গ্রামে টিউবয়েল ও ল্যাট্রিন বিতরণ, পাবলিক টয়লেট নির্মাণ, পানির লাইন সরবরাহে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। টিউবয়েল বিতরণে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এমন নানা অভিযোগে জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযান পরিচালনা করেছি। অভিযানে সব অভিযোগের সত্যতা মিলেছে।

তিনি আরও বলেন, জেলার সিভিল সার্জনের অজ্ঞাতসারে ২০১৯ সালে কাশিয়ানী উপজেলার নিজামকান্দী ইউনিয়নে ২০ শয্যার হাসপাতাল নির্মাণ শুরু হলেও অর্ধেক কাজও শেষ হয়নি। অথচ এ প্রকল্পের ১৬ কোটি ১৯ লাখ টাকার বিল পরিশোধ করা হয়েছে। এরইমধ্যে তিনবার সময় বাড়ানো হলেও প্রকল্পের ঠিকাদার ও ইঞ্জিনিয়ার পরস্পর যোগসাজশে কাজ সমাপ্ত না করে মূল্য বৃদ্ধির দোহাই দিয়ে ব্যয় বৃদ্ধি করাচ্ছেন। এতে সরকারের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তদন্তসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আশিক জামান অভি/এএইচ/এএসএম