ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালিয়েছে বিআরটিএ ও সড়ক পরিবহন মালিক শ্রমিকদের সংগঠন।
Advertisement
রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর- ১ এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ এবং সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনের চালক হেলপারসহ পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ)চেয়ারম্যান মো. ইয়াসিন, বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ার) শহিদুল্লাহ, উপ -পরিচালক(ইঞ্জিনিয়ার) স্বদেশ কুমার দাস, সহ পরিচালক (ইঞ্জিনিয়ার এমটি) মো. শামসুল কবির সহ গাবতলী মিরপুর পল্লবীর বিভিন্ন পর্যায়ের শ্রমিক ফেডারেশনের নেতা কর্মীরা।
আরও পড়ুন>>>ঢাকায় ট্রাফিক সচেতনতায় অগ্রদূত শিক্ষার্থীরাএ সময় বিআরটিএ এর চেয়ারম্যান বলেন, রাজধানীর সড়কে যানজট নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে মালিক শ্রমিক সংগঠনসহ কর্মরত বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করছি। মিরপুর -১ এ পথচারী ও যানবাহন চলাচলে আলাদা লেন বৃদ্ধি, বাস স্টপ তৈরির দিক নির্দেশনা দিয়েছি।
Advertisement
সড়ক পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের সভাপতি দুদু বলেন, নতুন উদ্যোগ সড়কের যানজট নিরসনে ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে।
কাজী আল আমিন/এসআইটি/জেআইএম