আজ (১৯ জানুয়ারি) পর্দা নেমেছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র। এতে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে মেহজাবীনের ‘প্রিয় মালতী’। এর আগে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি প্রশংসা কুড়িয়েছে। এবার দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার লাভ করেছে মেহজাবীন চৌধুরী অভিনীত এ সিনেমা। সোশ্যাল মিডিয়ায় সংবাদটি জনপ্রিয় এ অভিনেত্রী নিজেই অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন।
Advertisement
চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্তির ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন মেহজাবীন। পাশাপাশি আনন্দে উচ্ছ্বসিত হয়ে এ অভিনেত্রী লিখেছেন, ‘প্রিয় মালতী’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতেছে।
মেহজাবীন এ সময় নিজের সিনেমার সব শিল্পী ও কলাকুশলীদের অভিনন্দন জানান। মেহজাবীনের অনুরাগীরা মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন। মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহেও সিনেমাটি দেখতে আসা দর্শকদের ভিড় দেখা গেছে। গত বছরের ২০ ডিসেম্বর মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতি’ সিনেমাটি মুক্তি পায়।
আরও পড়ুন কেন খাঁচায় বন্দি বুবলী, জানা যাবে রোজার ঈদে ক্ষোভের আগুনে জ্বলা এক গোলাপের গল্প‘প্রিয় মালতী’সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। এর গল্পও শঙ্খ দাসগুপ্তর। সিনেমাটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন আবু সাঈদ রানা। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।
Advertisement
এমএমএফ/জিকেএস