জাতীয়

বাবুল কাজীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে

রাজধানীর বনানীতে বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণ থেকে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

Advertisement

রোববার (১৯ জানুয়ারি) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান।

শনিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণ থেকে দগ্ধ হন কাজী বাবুল। তার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে।

আরও পড়ুন

Advertisement

জাতীয় কবির নাতি বাবুল কাজী অগ্নিদগ্ধ, আইসিইউতে ভর্তি

ডা. শাওন বিন রহমান বলেন, বাবুল কাজীর অবস্থা আশঙ্কাজনক। তাকে লাইফ সাপোর্টে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে বাবুল কাজীর চিকিৎসায় ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

কাজী নজরুল ইসলামের দুই সন্তানের মধ্যে কাজী সব্যসাচীর ছেলে বাবুল কাজী। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী। তারা বাংলাদেশের নাগরিক।

কাজী আল-আমিন/বিএ/এমএস

Advertisement