নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় আসাদ মিয়া (৫০) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। রোববার (১৯ জানুয়ারি) সকালে বন্দর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
Advertisement
এসময় আরও তিন যাত্রী আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত আসাদ মিয়া পুরান বন্দর এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, মদনগঞ্জ থেকে যাত্রী নিয়ে মদনপুর যাওয়ার পথে দ্রুতগামী ট্রাকটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। আহত হন অটোরিকশায় থাকা তিন যাত্রী। তাদেরকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়। দুর্ঘটনা পর ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
Advertisement
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেইসঙ্গে ট্রাকটি শনাক্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে।
মোবাশ্বির শ্রাবণ/এফএ/এমএস