খেলাধুলা

শেষ মুহূর্তে নাটকীয় জয় লিভারপুলের

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। ম্যাচ গোলশূন্য ড্র। ব্রেন্টফোর্ডের মাঠে নিশ্চিতই পয়েন্ট হারাতে বসেছিল লিভারপুল। সেখান থেকে ইনজুরি টাইমে ডারউইন নুনেসের চমক।

Advertisement

ইনজুরি টাইমে তিন মিনিটের মধ্যে নুনেসের জোড়া গোলে ব্রেন্টফোর্ডের মাঠ থেকে ২-০ ব্যবধানের নাটকীয় জয় নিয়ে ফিরেছে লিভারপুল।

প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি, ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে লিভারপুল শেষ সময়ে এসে জাল খুঁজে পায়, যেখানে দুই গোলই করেন ডারউইন নুনেস (৯১ ও ৯৩ মিনিটে)।

এই জয়ের ফলে আর্নে স্লটের দল ২১ ম্যাচে ৫০ পয়েন্ট অর্জন করেছে। লিভারপুল বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে। আর্সেনাল ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে অ্যাস্টন ভিলার কাছে।

Advertisement

এমএমআর/এমএস