বাংলাদেশ সীমান্তে ভারতীয় নাগরিক ও বিএসএফের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।
Advertisement
শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জড়ো হোন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তারা।
এসময় ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’, ‘ভারতের আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও’ স্লোগান দেন শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন, জুলাই বিপ্লবের পর থেকে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পাঁয়তারা করে চলেছে। তাই তারা আজ আমাদের বাংলাদেশের সীমান্তে সাধারণ মানুষের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করেছে। ভারত চাই না আমাদের দেশের মানুষ শান্তিতে থাকুক। বন্ধু প্রতিবেশী হিসেবে না থাকলে তাদের পাঁয়তারা রাবি শিক্ষার্থীরা নস্যাৎ করে দেবে।
Advertisement
এসময় ফিশারিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. ইয়ামিন হোসাইন বলেন, সার্বভৌমত্বের প্রশ্নে রাবি শিক্ষার্থীরা সর্বদা অপোষহীন। ভারতের যেকোনো ষড়যন্ত্র বাংলাদেশের আপামর জনতা মেনে নেবে না। বিগত ১৬ বছর ফ্যাসিবাদী সরকারকে হাত করে ভারত বাংলাদেশের জমি, জায়গাসহ অনেক সম্পদ লুট করে নিয়েছে। বর্তমানে তা না করতে পেরে হামলা করছে বাংলাদেশের সিমান্তবর্তী নাগরিকদের ওপর। যা খুবই ন্যাক্কারজনক ঘটনা।
বিক্ষোভ সমাবেশে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মনির হোসেন মাহিন/এফএ/এমএস
Advertisement