দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি নকীব খান। দেখতে দেখতে সংগীতজীবনের ৫০ বছর পূর্ণ করেছেন তিনি। স্বাধীনতার পরপরই জন্মস্থান চট্টগ্রাম থেকে শুরু হয় তার সংগীতের যাত্রা। শুরুটা করেছিলেন বালার্ক ব্যান্ডে গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে।
Advertisement
১৯৭৪ সালে যোগ দেন সোলসে। এ ব্যান্ডে প্রায় ১০ বছর ছিলেন নকীব খান। বাবা মারা যাওয়ার পর চট্টগ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়। ১৯৮৫ সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড রেনেসাঁ। সেই থেকে রেনেসাঁ নিয়েই শ্রোতাদের ভালোবাসা কুড়িয়ে যাচ্ছেন তিনি। যে যাত্রার ৫০ বছর পূর্ণ হলো এবার।
আরও পড়ুন:
১৩ বছর পর ‘সহজিয়া’ ২৩ বছর বয়সে অর্থহীনের গিটারিস্টএ উপলক্ষে এক বর্ণিল আয়োজন করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে গানে গানে তাকে ঘিরে ভিন্ন এক গল্প, কবিতা ও গানের আসর সাজিয়েছে নূরস ইভেন্ট। ‘সেলিব্রেটিং মেলোডিয়াস ৫০ ইয়ারস অব নকীব খান’ নামে আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Advertisement
আয়োজনে হাজির থাকবেন নকীব খান। তিনিও গাইবেন তার জনপ্রিয় কিছু গান, শোনাবেন ক্যারিয়ারের ৫০ বছরের উল্লেখযোগ্য গল্প।
এর সঙ্গে আরও থাকছে কবিতা পরিবেশনা। পরিবেশন করবেন দুই কবি সুমী নূর ও মেঘলা।
নকীব খান বলেন, ‘১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত সংগীতের এই যাত্রায় আমি মুগ্ধ, আনন্দিত। এই দীর্ঘ পথচলায় শ্রোতার ভালোবাসাই ছিল অনুপ্রেরণা।’
আয়োজনটি উপস্থাপনা করবেন গায়ক ও সুরকার আশফাকুল বারী রুমন।
Advertisement
এ আয়োজনের টিকিট পাওয়া যাচ্ছে নূরস ইভেন্ট এবং গেট সেট রকের ওয়েবসাইটে। টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ২০০ টাকা।
এলআইএ/জেআইএম