আন্তর্জাতিক

শেষ সময়ে আরও আড়াই হাজার অপরাধীর সাজা কমালেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে যাচ্ছেন জো বাইডেন। ২০ জানুয়ারি তার স্থলাভিষিক্ত হবেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিদায় নেওয়ার আগে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি অনেক অপরাধীকে ক্ষমা ও সাজা কমিয়ে দিয়েছেন বাইডেন।

Advertisement

এরই অংশ হিসেবে এবার আরও দুই হাজার পাঁচশ জনের সাজা কমিয়ে দিয়েছেন বাইডেন, যা এক দিনে মার্কিন ইতিহাসে এই প্রথম।

তিনি এটিকে ভুল সংশোধন, শাস্তির বৈষম্য সংশোধন এবং যোগ্য ব্যক্তিদের তাদের পরিবারে ফিরে যাওয়ার সুযোগ প্রদানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছে।

বাইডেন বলেন, এই পদক্ষেপের মাধ্যমে অতীতে যে কোনো প্রেসিডেন্টের তুলনায় আমি এখন আরও অনেক বেশি ব্যক্তিকে ক্ষমা ও সাজা কমিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে তিনি আরও মানুষকে ক্ষমা বা সাজা কমিয়ে দিতে পারেন বলেও উল্লেখ করেছেন।

Advertisement

গত মাসে বাইডেন এক হাজার পাঁচশত মানুষের সাজা কমিয়ে দেন ও ৩৯ জনকে ক্ষমা করেন।

ডিসেম্বরে বাইডেন যাদেরকে ক্ষমা করেন তার মধ্যে নিজের ছেলে হান্টার বাইডেনও ছিলেন। অস্ত্র ও ট্যাক্স ইস্যুতে যিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।

সূত্র: এএফপি

এমএসএম

Advertisement