দেশজুড়ে

নাটোরে কৃষিমেলায় আওয়ামী লীগ সরকারের বাণী প্রচার

নাটোরের বড়াইগ্রামে কৃষিমেলায় আওয়ামী লীগ সরকারের কৃষিসংক্রান্ত কার্যক্রমের চিত্র ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদের বাণী সম্বলিত ম্যাগাজিন বিতরণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

Advertisement

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তিন দিনব্যাপী মেলার শেষ দিনে ‘কৃষিকথা’ নামের মাসিক এ ম্যাগাজিন বিতরণ করে উপজেলা কৃষি অফিস। ম্যাগাজিনে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন ভাবনা ও কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়েছে।

বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, ‘মেলায় পতিত ফ্যাসিস্ট সরকারের কৃষিমন্ত্রী আব্দুস শহীদের লেখা এক পৃষ্ঠার বাণী সম্বলিত ম্যাগাজিন পেয়ে লোকজন ক্ষোভে ফেটে পড়েন। পরে ক্ষোভের মুখে কৃষি অফিসের লোকজন দ্রুত ম্যাগাজিনগুলো মেলা থেকে প্রত্যাহার করে নেন।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মারফুদুল হক বলেন, এটা অনিচ্ছাকৃত ঘটনা। ঢাকা থেকে নতুন-পুরাতন বইগুলো পাঠিয়েছে। এগুলো না দেখে মেলায় বিতরণ করা হয়েছে।

Advertisement

রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম