বিনোদন

সাইফের বাড়ির কর্মীদের আটক করে জিজ্ঞাসাবাদ

বলিউড তারকা সাইফ আলি খানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। মারাত্মক জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দিনগত রাতে মুম্বাইয়ে নিজ বাড়িতে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা।

Advertisement

ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় মুম্বাই পুলিশ সাইফের বাড়ির কয়েকজন কর্মীকে আটক করেছে। আনন্দবাজার বলছে, আটক এই ব্যক্তিরা বাড়ির মেঝে পরিচর্যা করেন।

বান্দ্রার এক বিলাসবহুল বহুতলের ১২ তলায় থাকেন সাইফ। সেখানেই বুধবার রাতে হামলা চালায় দুষ্কৃতিরা। কীভাবে নিরাপত্তার বেড়াজাল টপকে বাড়ির ভেতর দুষ্কৃতিরা ঢুকে প়ড়ল তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছে মুম্বাই পুলিশ।

এর আগে আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে তারা। ­­তাদের মধ্যে ছিলেন বাড়ির এক পরিচারক, লিফটম্যান ও একজন নিরাপত্তারক্ষী। ১৫ জনের একটি দল গঠন করে এই ঘটনার তদন্ত করছেন মুম্বাই পুলিশ।

Advertisement

আহত সাইফ আলী খানকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, আড়াই ঘণ্টা ধরে চলেছে তার অস্ত্রোপচারে। চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করেছেন। সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। শেষ হয়েছে অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ও।

সাইফের খবর প্রকাশ্যে আসার পর উদ্বেগে গোটা বি-টাউন। সাইফের মতো তারকার বাড়িতে দুষ্কৃতিকারীরা কীভাবে ঢুকে হামলা চালাতে পারে সে নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। মুম্বাইয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

এলআইএ/এমএমএআর/জিকেএস

Advertisement