খেলাধুলা

ম্যাচ অনিশ্চয়তার মধ্যেই নারী ফুটবলারদের ক্যাম্প শুরু

প্রায় দুই মাস ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরতে শুরু করেছেন জাতীয় নারী দলের ফুটবলাররা। খেলা না থাকায় নভেম্বরের তৃতীয় সপ্তাহে সাবিনা-মারিয়াদের অনির্দিষ্টকালের জন্য ছুটি দিয়েছিল বাফুফে। অনির্দিষ্ট সময়কে নির্দিষ্ট করে বুধবার (১৫ জানুয়ারি) ক্যাম্পে ফেরার নোটিশ করেছিল বাফুফে। যোগ দেওয়ার নির্ধারিত দিনে ১৩জন ক্যাম্পে উঠেছেন বলে বুধবার জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

Advertisement

বুধবার রাতের মধ্যেই বেশিরভাগ ফুটবলারের ক্যাম্পে যোগ দেওয়ার কথা। অধিনায়ক সাবিনা খাতুনসহ কয়েকজন ছুটি বাড়িয়েছেন। সোমবারের মধ্যে সবাইকে ক্যাম্পে পাওয়া যাবে বলে মনে করছেন বাফুফে সাধারণ সম্পাদক।

সিনিয়রদের ক্যাম্পে ডাকার কারণ ছিল ফেব্রুয়ারিতে ফিফা প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা। দল না পাওয়ায় আগামী মাসের উইন্ডোতে ম্যাচ খেলা হচ্ছে না জাতীয় দলের। এখন বাফুফের চোখ মার্চ উইন্ডোতে।

সাধারণ সম্পাদক জানিয়েছেন, ‘১৩টি দেশের সঙ্গে তারা যোগাযোগ করছেন। কেমন সাড়া পাওয়া যায় তা দেখে বাফুফে শর্টলিস্ট করে দল চূড়ান্ত করবে। ৩১ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলার সুযোগ আছে।’

Advertisement

প্রীতি ম্যাচ খেলার জন্য বাফুফে এরই মধ্যে চারটি দলকে প্রস্তাব দিয়ে ‘না’ সূচক জবাব পেয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের পর বাফুফেকে হতাশ করেছে মালয়েশিয়া ও সিঙ্গাপুর। দল না পাওয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের পর মাঠে নামার জন্য সাবিনাদের অপেক্ষা বাড়ছেই।

বাংলাদেশ দল না পেলেও বসে নেই এ অঞ্চলের অন্য দুই শক্ত প্রতিদ্বন্দ্বী ভারত ও নেপাল। ভারত সাফের পর মালদ্বীপকে আতিথেয়তা দিয়ে দুটি ম্যাচ খেলেছে ৩০ ডিসেম্বর ও ২ জানুয়ারি। ফেব্রুয়ারি উইন্ডোতে নেপাল আয়োজন করছে চারজাতি টুর্নামেন্ট। অন্য তিন দল লেবানন, কিরগিজস্তান ও মিয়ানমার।

বেশ কিছুদিন আগের থেকেই বাফুফে চেষ্টা চালিয়ে আসছে ফিফা প্রীতি ম্যাচের জন্য প্রতিপক্ষ খোঁজার। মিলছে না। সাবিনা-মারিয়ারা শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে গত বছর ৩০ অক্টোবর নেপালের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আড়াই মাসে ম্যাচ তো খেলা হয়ইনি, কবে মাঠে নামতে পারবেন সে নিশ্চয়তাও মেলেনি নতুন বছরের প্রথম মাসের অর্ধেক পেড়িয়ে যাওয়ার পর। ম্যাচ খেলার এই অনিশ্চয়তা নিয়েই বুধবার শুরু হয়েছে মেয়েদের ক্যাম্প।

ছুটি কাটিয়ে ক্যাম্প শুরু করে মেয়েরা পাচ্ছেন না তাদের প্রধান কোচ পিটারকে। এই ইংলিশ কোচই দায়িত্বে থাকছেন- বাফুফে থেকে আনঅফিসিয়ালি এ নিশ্চয়তা দেওয়া হলেও কোচের সঙ্গে চক্তি বাড়ানোর বিষয়টি এখনো ঝুলে আছে। নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, স্থানীয় কোচরা ট্রেনিং শুরু করবেন। পিটার এসে যোগ দেবেন ফেব্রুয়ারিতে। কিভাবে অনুশীলন করতে হবে লিটু-অনন্যাদের সেই রোডম্যাপ করে দিয়ে গেছেন পিটার।

Advertisement

আরআই/আইএইচএস/