আন্তর্জাতিক

বন্দিদের জন্য চুক্তি হয়েছে, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখনো (বাংলাদেশ সময় রাত ১১.৩০) কিছু জানানো হয়নি।

Advertisement

খবর আল জাজিরার।

সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, ‌‘মধ্যপ্রাচ্যে বন্দিদের জন্য আমরা একটি চুক্তিতে পৌঁছেছি। তারা শিগগিরই মুক্তি পাবেন। ধন্যবাদ।’

এদিকে আলোচনাস্থলে হামাস এবং ইসরায়েলের আলোচকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি।

Advertisement

আরও পড়ুন: ট্রাম্পের দ্বিতীয় দফায় গুরুত্ব পাবে যেসব বৈশ্বিক বিষয়

এমএইচআর