ফ্রান্সের উত্তরাঞ্চলীয় কালে উপকূল থেকে ৭৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ফরাসি কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের দিকে যাওয়ার পথে তাদের বহনকারী নৌকার ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল।
Advertisement
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চ্যানেল এবং উত্তর সাগর সংশ্লিষ্ট ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় ক্যালাইস কালে উপকূল থেকে একটি নৌকায় থাকা ৭৬ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লোকদের মধ্যে দুজনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন>>
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু ফ্রান্সের মায়োত্তে অঞ্চলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, কয়েকশ প্রাণহানির শঙ্কা দেশগুলোর সীমান্তে নজিরবিহীন নিয়ন্ত্রণ, কী হবে ইউরোপীয় ইউনিয়নের?কর্তৃপক্ষ আরও জানায়, এই সামুদ্রিক রুটটি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম শিপিং অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। সেখানে প্রতিদিন ৬০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে। এ অঞ্চলের আবহাওয়া প্রায়ই প্রতিকূল থাকে।
Advertisement
অন্যদিকে, ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ১৯ বছর বয়সী এক সিরীয় অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে ফ্রান্সের সঙ্গাত উপকূলে একটি লিক করা নৌকায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
বোলোন-সুর-মের-এর পাবলিক প্রসিকিউটর গুইরেক লে ব্রাস বলেছেন, শনিবার সকাল ৫টা ২৪ মিনিটে ওই অভিবাসনপ্রত্যাশীকে মৃত ঘোষণা করা হয়। নৌকায় থাকা প্রায় ৬০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে এবং একজন ৩৩ বছর বয়সী সিরীয় নাগরিককে আটক করা হয়েছে।
২০২৪ সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৭৭ জন অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন, যা এই পথে অভিবাসনের ক্ষেত্রে সবচেয়ে ভয়াবহ বছর হিসেবে চিহ্নিত হয়েছে।
যুক্তরাজ্যের নতুন উদ্যোগঅভিবাসন সংকট মোকাবিলায় যুক্তরাজ্য মানবপাচারকারী চক্রকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনার পরিকল্পনা করেছে। পাশাপাশি, সীমান্ত নিরাপত্তা বাড়াতে তহবিল দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
Advertisement
ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে ১ থেকে ১০ জানুয়ারির মধ্যে মাত্র ৬১ জন অভিবাসনপ্রত্যাশী যুক্তরাজ্যে পৌঁছাতে পেরেছেন।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস, এএফপিকেএএ/