বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন।
Advertisement
প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করে বুধবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে, বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্রবাহিনী বিভাগে ব্যস্ত করা হয়েছে।
আরেক আদেশে মেজর মো. রবি-উল-ইসলামকে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য তাকে সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
Advertisement
আরএমএম/এমএএইচ/