জাতীয়

পিএসসিকে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে রূপ দিতে সহায়তা দেবে যুক্তরাজ্য

সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) ‘মর্যাদাপূর্ণ স্বাধীন’ প্রতিষ্ঠানে রূপ দিতে যুক্তরাজ্য সব ধরনের সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। একই সঙ্গে তিনি পিএসসিকে আধুনিক ও গতিশীল করার ব্যাপারেও পাশে থাকার কথা জানিয়েছেন।

Advertisement

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এসময় তিনি এসব প্রতিশ্রুতি দেন।

সাক্ষাৎকালে কমিশনের চেয়ারম্যান সম্প্রতি পিএসসির গৃহীত নানা কার্যক্রম ও সংস্কার সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনারকে অবগত করেন। আগামী পাঁচ বছর পিএসসির কী কী সংস্কার ও পরিবর্তন আনা হবে, সে বিষয়েও কমিশনের চেয়ারম্যান ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আলোচনা করেন।

পিএসসির সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস পিএসসির রূপান্তর পরিকল্পনা ও কৌশলগত পরিকল্পনা বিষয়ে ব্রিটিশ হাইকমিশনারকে অবহিত করেন।

Advertisement

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও পিএসসির বিভিন্ন সংস্কার ও কার্যক্রমে গতিশীলতা আনায় পিএসসির প্রশংসা করেন। তিনি পিএসসিকে আধুনিক ও গতিশীল মর্যাদাপূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পিএসসি সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়া সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এএএইচ/এমআইএইচএস

Advertisement