কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুটি রিসোর্ট। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি রিসোর্ট কর্তৃপক্ষের।
Advertisement
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে সেন্টমার্টিন দ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের গলাচিপায় এ আগুন লাগে।
পুড়ে যাওয়া রিসোর্টগুলো হলো- বিচ ভ্যালি ইকো রিসোর্ট ও কিংশুক ইকো রিসোর্ট। এছাড়া আগুনে পাশের সায়রী ইকো রিসোর্টের কিছু ক্ষতি হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ডের সদস্যসহ স্থানীয়রা এগিয়ে আসেন। পরে সবার চেষ্টায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে তার আগেই রিসোর্টগুলো পুড়ে ছাই হয়ে যায়।
Advertisement
কিংশুক ইকো রিসোর্টের পরিচালক আবসার কামাল বলেন, দ্বীপের গলাচিপায় আমার রিসোর্টসহ বিচ ভ্যালি ও সায়রী ইকো পুড়ে গেছে। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে জানা গেছে সায়রী ইকো রিসোর্টের ময়লার আগুন থেকে প্রথমে বীচ ভ্যালিতে, এরপর কিংশুকে আগুন ধরে যায়।
তবে সায়রী ইকো রিসোর্ট তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ‘আপনারা সবাই জানেন আমাদের পাশের রিসোট বিচ ভ্যালি আগুনে পুড়ে গেছে। এতে আমাদেরও কিছু ক্ষতি হয়েছে। আজকে বিকেল নাগাদ আমরা ছবিসহ আপডেট দিব ইনশা আল্লাহ। আজকে আমাদের যাদের বুকিং আছে, কনফিউজড হবেন না। আমাদের রুমের কোনো ক্ষতি হয়নি।’
জাহাঙ্গীর আলম/জেডএইচ/জেআইএম
Advertisement