বিনোদন

অনন্ত জলিলের পরিচালক ইকবাল হাসপাতালে

আলোচিত তারকা অনন্ত জলিলের পরিচালক এমডি ইকবাল হাসপাতালে। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত পরশু তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে সুনান।

Advertisement

সুনান জাগো নিউজকে বলেন, গত কয়েকদিন ধরে আব্বু অসুস্থ। জ্বর-ঠান্ডা কিছুতেই সারছে না। হঠাৎ করে গত রাতে অসুস্থ হয়ে পড়লে সোমবার (১৩ জানুয়ারি) সকালে বাবাকে হাসপাতালে ভর্তি করাই। ডাক্তার জানিয়েছে গুরুতর কিছু হয়নি। সবাই বাবার জন্য দোয়া করবেন।

‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘বীর’সহ ৯টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন মো. ইকবাল। প্রযোজনার পাশাপাশি এসব সিনেমার নির্মাতাদের সঙ্গে থেকে নির্মাণ কাজও শিখেছেন তিনি। এখন পুরোদস্তুর পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন ইকবাল।

আরও পড়ুন: ‘বীর’ সিনেমার গানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বিব্রত প্রযোজক ইকবালছেলেকে নিয়ে গল্প-কথায় চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ ইকবাল

অনন্ত জলিল ও বর্ষাকে নিয়ে মোহাম্মদ ইকবাল নির্মাণ করেছিলেন ‘কিলহিম’। এই সিনেমা দিয়েই প্রথম নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে অভিনয় করেন অনন্ত-বর্ষা। গত রোজার ঈদে মুক্তি পাওয়া কিল হিম আলোচিত হয়েছিল দর্শকমহলে।

Advertisement

মোহাম্মদ ইকবালের নির্মাণাধীন ছবির মধ্যে রয়েছে ‘বিট্রে’ ও ‘ডেস্ট্রয়’। চলতি বছর অনন্ত-বর্ষাকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। এই সিনেমায় চমক হিসেবে থাকবেন বলিউড অভিনেতা নানা পাটেকর।

এমআই/আরএমডি/এমএমএফ/জেআইএম