স্বাস্থ্য

অত্যাবশ্যকীয় ওষুধের দাম না বাড়াতে তালিকা হালনাগাদের পরামর্শ

নতুন করে বহু পণ্যে ভ্যাট বাড়িয়েছে সরকার। এতে করে প্রভাব পড়েছে ওষুধের দামেও। ফলে আবারও ওষুধের দাম বাড়বে কি না তা নিয়ে সাধারণ মানুষের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে। এমতাবস্থায় অত্যাবশ্যকীয় ওষুধের দাম যাতে না বাড়ে সেই পদক্ষেপের অংশ হিসেবে ওষুধের তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে সরকার।

Advertisement

সোমবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ওষুধ শিল্প সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা হয়। মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

সভায় বক্তারা বলেন, কারো মনগড়া নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তালিকা ধরে এমন একটি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা করতে হবে। এটি করা গেলে দাম কমে যেতে বাধ্য। এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে সরকারের এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)। এটাকে শক্তিশালী করা গেলে পুরো বাজারেই এর প্রভাব পড়বে।

সভায় অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, রোগ প্রতিরোধের ক্ষেত্রে ভ্যাকসিন এবং রোগ নিরাময়ে ভূমিকা রাখে ওষুধ। এক সময় আমরা ৮০ ভাগ ওষুধ আমদানি করতাম, এখন দেড়শর বেশি দেশে রপ্তানি করি। কিন্তু আমাদের দেশে রোগীদের চিকিৎসা পেতে গিয়ে যত খরচ করে তার বেশিরভাগই যায় ওষুধ খাতে। এজন্য আমরা একটি অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য কাঠামো তৈরি করতে চাই। সব মানুষ যাতে সাশ্রয়ী দামে মানসম্মত ওষুধ পায়, সেজন্যই আমাদের এই প্রয়াস।

Advertisement

তিনি বলেন, দীর্ঘদিন আগে অত্যাবশ্যকীয় একটি ওষুধের তালিকা করা হয়েছিল, যাতে ৯০ ভাগ মানুষের অসুখ হলে এগুলো ভূমিকা রাখতে পারে। পরবর্তীতে সেটি নানাভাবে সংযোজন হয়েছে। এটাকে হালনাগাদ ও ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। কোন ওষুধগুলোর ক্ষেত্রে কোন মডেল আমরা বেছে নিতে পারি সেটি দেখতে হবে।

ক্যানজুমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, আমরা নিয়ম তৈরি করি কিন্তু মানি না। ১৯৯৮ সালে আইন করা হলেও ২০২৩ সালে ওষুধের সঙ্গে কসমেটিকস রাখার আইন পাস হয়েছে। ওষুধের দাম বেড়ে যাওয়ার প্রবণতা সীমাহীন পর্যায়ে চলে যাচ্ছে। এটিকে কীভাবে নিয়ন্ত্রণের আওতায় আনা যায় সেটি ভেবে দেখতে হবে। কোম্পানিগুলো যেভাবে এগোচ্ছে তাতে তারা গণশত্রুতে পরিণত হবে। যারা ব্যবসা করছেন, তাদের লাভ হচ্ছে বলেই তারা ব্যবসা করছেন।

এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আবদুল মুক্তাদির বলেন, বর্তমানে দেশে ওষুধের বাজার ৩০ হাজার কোটি টাকা। বাংলাদেশে যত কম টাকায় ওষুধ পাই, পৃথিবীর আর কোথাও নেই। বিদ্যুৎ, কর্মীদের বেতনসহ প্রতিটিতে খরচ বেড়েছে। তবে আমরাও চাই মানুষ সাশ্রয়ী মূল্যে ওষুধ পাক। তবে এজন্য নীতিনির্ধারকদের মূল নির্ধারণে পূর্ণাঙ্গ জানা থাকতে হবে। আমরা কোনো ওষুধের দাম বাড়াতে চাই না। সমাধান করতে চাইলে কারো কথায় নয়, ভেবে চিন্তে ডব্লিউএইচও’র অত্যাবশ্যকীয় তালিকা অনুযায়ী অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করা যেতে পারে। সরকারের সঙ্গে আমাদের কোনো বিবাদ নেই। আমরাও দেশের মঙ্গল চাই। এ ব্যাপারে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো সরকারকে সহযোগিতা করবে।

ক্যানসার সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. গোলাম মোস্তাফা বলেন, প্রটোকল অনুযায়ী কোন ওষুধ রোগীর জন্য উপযোগী সেটি লিখতে গিয়ে আমাদের জটিলতার মুখে পড়তে হয়। সাশ্রয়ী মূল্যে ওষুধ রোগীর হাতে তুলে দিতে হলে ডব্লিউএইচওকে অনুসরণ করতে হবে। সাধারণ ওষুধ থেকে শুরু করে ক্যানসারের ওষুধেরও তালিকা আছে। সরকারি হাসপাতালে ক্যানসার চিকিৎসা আছে, সেখানে অত্যাবশ্যকীয় ২৪টি ওষুধের সরবরাহ নিশ্চিত করা গেলে রোগীদের জন্য অনেক বড় উপকার হবে। ওষুধ কোম্পানিগুলো তাদের প্রচার-প্রচারণায় যত খরচ করে এটিকে যদি কমিয়ে আনা যায়, কিংবা বিকল্প উপায় বের করা যায় তাহলে দাম কমবে। এছাড়া কোনো একটি কোম্পানির সঙ্গে যদি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের হয় তাহলেও সংকট কমে আসবে।

Advertisement

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বলেন, আমাদের প্রত্যেককেই কম বেশি ওষুধ খেতে হয়। আমরা ব্যবসা করবো, লাভও করবো। কিন্তু মানুষের কথা সবার আগে মাথায় রাখতে হবে।

সভায় ইনসেপ্টা ও ডেল্টা ফার্মাসিউটিক্যাল, ওষুধ প্রশাসন অধিদপ্তর, কনজুম্যার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ক্যানসার সোসাইটি, বাংলাদেশ হেলথ ওয়াচ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

এএএম/জেডএইচ/