সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বারের) সাবেক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ড. মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ২০ জানুয়ারি এ মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত তার জামিন স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।
Advertisement
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার (১৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আবদুল জব্বার ভূঁইয়া।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. আবদুল জব্বার ভূঁইয়া ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক। মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।
আরও পড়ুন
Advertisement
এর আগে গত ৮ জানুয়ারি হাইকোর্ট অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীকে জামিন দেন। এ জামিন স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। গত সপ্তাহে চেম্বার জজ আদালত তার জামিন স্থগিত করে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। তারই ধারাবাহিকতায় আজ সেটির শুনানি হয়।
গত ১০ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদীকে গ্রেফতার করে পুলিশ। তার মোবাইল ফোনে আওয়ামী লীগের ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ কর্মসূচির নামে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারার চেষ্টার তথ্য প্রমাণ মিলেছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় অ্যাডভোকেট মেহেদীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়। এছাড়াও তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলা হয়েছে।
এফএইচ/কেএসআর/এমএস
Advertisement