বান্দরবানে মানবপাচার চক্রের পাঁচ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১২ জানুয়ারি) দুপুরে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম এ আদেশ দেন।
Advertisement
তারা হলেন, জেলার আলীকদম উপজেলার আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো. নজরুল ইসলাম (৪০), মো.আবু হুজাইফা (৩১) ও মো. মোরশেদ আলম (৫৭)।
মামলার সূত্রে জানা যায়, শনিবার আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় শিশু ও প্রাপ্তবয়স্কসহ ৫৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় মোটা অংকের টাকার বিনিময়ে অনুপ্রবেশে সহায়তাকারী পাঁচ বাংলাদেশি দালালকে আটক করা হয়। পরে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিকদের পুশব্যাক করা ও মানব পাচারের অভিযোগে আটকদের বিরুদ্ধে মামলা করা হয়। আজ তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার জানান, মানব পাচারে অভিযুক্ত পাঁচ বাংলাদেশিকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে পাঁচ মিয়ানমার নাগরিককে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
নয়ন চক্রবর্তী/আরএইচ/জিকেএস