দেশজুড়ে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বাবরের মুক্তি দাবি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।

Advertisement

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান আজিম এতে নেতৃত্ব দেন।

এ সময় ঘণ্টাব্যাপী মহাসড়কের এক পাশের বেশিরভাগ অংশ অবরোধ করে বিক্ষোভ করা হয়। এতে ধীর গতিতে চলে বিভিন্ন যানবাহন।

বিক্ষোভ শেষে সমাবেশে নেতারা বলেন, মিথ্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের প্রিয় নেতা লুৎফুজ্জামান বাবরকে গ্রেফতার করে কারাবন্দি রাখা হয়েছে। অনতিবিলম্বে আমরা তার মুক্তি দাবি করছি। তা না হলে লাগাতার কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

Advertisement

খালিয়াজুড়ি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান আজিম বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পাঁচ মাস আগে ভারতে পালিয়েছে। অথচ মিথ্যা মামলায় লুৎফুজ্জামান বাবর এখনো কারাগারে। এটি মেনে নেওয়ার যায় না। দ্রুত আমাদের নেতাকে মুক্তির দাবি জানাচ্ছি।

এসময় খালিয়াজুড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ১৯৯১-১৯৯৬ ও ২০০১-২০০৬ সময়ে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় খালেদা জিয়ার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয়। পরে ২০০৪ সালে আওয়ামী লীগ সরকারের সময় ২১ আগস্ট গ্রেনেড হামলা ও চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ড হয়। লুৎফুজ্জামান বাবরের সাজা বাতিল হলেও তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা চলমান রয়েছে। গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত কারাগারে রয়েছেন তিনি।

কামরুজ্জামান মিন্টু/এফএ/জেআইএম

Advertisement