রাজধানী থেকে ১৪ কিলোমিটার দূরে পূর্বাচলের কাঞ্চনব্রিজ সংলগ্ন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চলছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এবারের বাণিজ্যমেলায় বিআরটিসি শাটল বাসের পাশাপাশি মেলায় আগত দর্শনার্থীদের মোবিলিটি সহযোগী হিসেবে কাজ করছে উবার।
Advertisement
এতে দর্শনার্থীরা মেলায় যাতায়াতে ৫০ শতাংশ ছাড় পাবেন। দর্শনার্থীরা উবার ব্র্যান্ডেড বুথ বা উবারের অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিশেষ প্রোমো কোড সংগ্রহ করতে পারবেন। মেলার মূল ভবনের বামে পার্কিং স্পটে উবার পিকআপ এবং ড্রপঅফের স্থান নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সঙ্গে রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বাণিজ্যমেলায় দর্শনার্থীদের নিরাপদ ভ্রমণকে উৎসাহিত করতে উবার বিশেষ প্রোমো কোড সরবরাহ করছে। একই সঙ্গে বিশেষ এই উদ্যোগকে সফল করতে পার্কিং সুবিধা নিশ্চিত করা হবে।
আরও পড়ুন
Advertisement
এ বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সঙ্গে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৫ এর অংশীদার হতে পেরে উবার সম্মানিত বোধ করছে। আমরা উদ্ভাবনী প্রচেষ্টার মাধ্যমে ব্যবহারকারীদের নিরাপদ, নির্ভরযোগ্য ও সুবিধাজনক পরিবহন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মেলায় আগত দর্শনার্থী ও উদ্যোক্তারা। তারা বলেন, বিআরটিসির শাটল বাসের পাশাপাশি যাতায়াতকে সহজ ও নিরাপদ করবে এই রাইড শেয়ারিং সার্ভিস। এছাড়া উদ্যোগটি দর্শনার্থীদের মেলায় স্মার্ট যাতায়াত পরিষেবাকে সহজ ও ঝামেলামুক্ত করার অভিজ্ঞতা নিশ্চিত করবে।
পারভেজ খান নামে এক দর্শনার্থী উবার এক্সেলে পুরো পরিবার নিয়ে মেলায় এসেছেন। তিনি জাগো নিউজকে বলেন, আমার পুরো পরিবার নিয়ে এসেছি। সবার সঙ্গে আমার বৃদ্ধ মা-বাবাও এসেছেন মেলা দেখতে। তাই তাদের সুবিধার কথা চিন্তা করে সরাসরি উবার নিয়ে চলে এসেছি। সঙ্গে আবার ৫০ শতাংশ ডিস্কাউন্ট ছিল।
এসআরএস/এএমএ
Advertisement