চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দুর্গম এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের মানবিক সংস্থা ‘এক টাকায় আনন্দ’ ফাউন্ডেশন।
Advertisement
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে লোহাগাড়া উপজেলা ও বান্দরবান সীমান্তের দুর্গম এলাকা গৌড়স্থানের শতাধিক সুবিধাবঞ্চিত এতিম শিশুর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জাবের হোসাইন সাকিব, প্রবাসীকল্যাণ বিভাগের উপ-সমন্বয়ক আব্দুল রিদুয়ান, মুহাম্মদ আজাদ হোসেন ও কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ আকিল প্রমুখ।
আরও পড়ুন
Advertisement
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক জাবের হোসাইন সাকিব বলেন, আমাদের ফাউন্ডেশনের কাজ হচ্ছে দুর্গম এলাকা এবং যাতায়াতের জন্য দূরের পথ হওয়ায় যেখানে কোনো ত্রাণ সহায়তা পৌঁছায় না, সেসব এলাকার এতিম, অনাথ ও সুবিধা বঞ্চিত শিশুদের সাহায্যে এগিয়ে আসা। তাই প্রতি বছর শীত মৌসুমে এক টাকায় আনন্দ ফাউন্ডেশন সেখানে শীতের উপহার পাঠিয়ে শীতার্ত এতিম শিশুদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেন প্রতিটি এতিম শিশুর শীতের কষ্ট লাঘব হয় এবং তারা উষ্ণ থাকতে পারে।
এমডিআইএইচ/এএমএ/জেআইএম