আইন-আদালত

বিচারপতি নিয়োগে কাউন্সিল গঠনের প্রস্তাবনা মন্ত্রণালয়ে

উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ সংক্রান্ত জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাবনা আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

Advertisement

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি থেকে আইন মন্ত্রণালয় বরাবর এ প্রস্তাবনা পাঠানো হয়েছে।

এর আগে এ বিষয়ে হাইকোর্ট বিভাগের ১৫ জন বিচারপতি মতামত দেন। তারপর এ প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দায়িত্ব নেওয়ার পর সুপ্রিম কোর্টে পৃথক সচিবালয় স্থাপনেও মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।

Advertisement

গত সোমবার সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাবনা রেখে একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে সুপ্রিম কোর্ট। শিগগির এ খসড়া আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এফএইচ/এমকেআর/জেআইএম