দেশজুড়ে

জামালপুরে বিদ্যালয়ের গ্রিল কেটে সাড়ে তিন লাখ টাকা চুরি

জামালপুরে ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ে জানালার গ্রিল কেটে তিন লক্ষাধিক টাকা চুরির চুরির ঘটনা ঘটেছে।

Advertisement

বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান শিক্ষকের কক্ষের পাশের একটি কক্ষের পেছনের একটি জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা।

এসময় ওই কক্ষের দুটি আলমারি, একটি লকার ও পাশের প্রধান শিক্ষকের কক্ষে থাকা একটি আলমারি ও একটি লকারের সব তালা খুলে তছনছ করা হয়।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের চারপাশেই প্রাচীর ও বেড়া দিয়ে ঘেরা। রাতে নৈশ্য প্রহরীও থাকে। আগে বিদ্যালয়ে এভাবে কখনও চুরির ঘটনা ঘটেনি, এছাড়া বিদ্যালয়ে এত টাকা অরক্ষিত অবস্থায় রাখাটাও কর্তৃপক্ষের দায়িত্বহীনতা। তাই এই ঘটনাটি অনেকটাই রহস্যজনক।

Advertisement

বিদ্যালয়ের নৈশ্য প্রহরী কাবিল উদ্দিন বলেন, গতরাতে প্রধান শিক্ষকের কক্ষের পাশের শিক্ষক মিলনায়তন কক্ষে ছিলাম। রাতে কোনো সাড়াশব্দ পাইনি। প্রধান শিক্ষকের কক্ষে যে এত টাকা ছিলো সেটাও জানা ছিলো না।

প্রধান শিক্ষক মো. আনিছুজ্জামান আনিছ জাগো নিউজকে জানান, সকালে স্কুলের দপ্তর মীর হোসেন কক্ষের তালা খুলে সবকিছু তছনছ অবস্থায় দেখে ফোন করে। আমি স্কুলে এসে পুলিশে খবর দেই। লকার থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ফি, গত চার থেকে পাঁচ দিন ধরে উত্তোলন করা শিক্ষার্থীদের পরীক্ষার ফি ও সততা স্টোরের জন্য সংরক্ষিত টাকাসহ সাড়ে তিন লক্ষাধিক টাকা চুরি হয়েছে।

এত টাকা অরক্ষিত রাখার ব্যাপারে জানাতে চাওয়া হলে প্রধান শিক্ষক বলেন, প্রতিদিন ব্যাংকে টাকা জমা দেয়া সম্ভব নয়। আজ আরও টাকা আদায় করা হবে, সব মিলিয়ে বৃহস্পতিবার বিকালে ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা ছিলো। তবে টাকা ছাড়া আর কোনো কিছু খোয়া যায়নি।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জাগো নিউজকে জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। আশাকরি ঘটনার জড়িতদের শনাক্ত করতে পারব।

Advertisement

এএইচ/জিকেএস