বিনোদন

কয়েক হাজার পরিবেশকদের গানের আনন্দে ভাসালেন ঐশী

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে আবারও কাজে ফিরছেন শোবিজের মানুষেরা। সংগীতাঙ্গনেও বাড়ছে ব্যস্ততা। স্টেজ শো, কনসার্টের টানে দেশ-বিদেশ ছুটেছেন শিল্পীরা। দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে জমকালো সব গানের আয়োজন।

Advertisement

তারই ধারাবাহিকতায় এবার কয়েক হাজার পরিবেশককে সুরের মূর্ছনায় মাতালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী। সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পী সুইটিও। গতকাল শনিবার সন্ধ্যায় পান্না গ্রুপের আয়োজনে ‘পরিবেশক সম্মেলন ২০২৩-২৪’ গাইলেন তারা।

এদিন রাজধানীর হাজারীবাগে পান্না গ্রুপের প্রধান কার্যালয়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে কয়েক হাজার পরিবেশকদের আগমন ঘটে। সংগীত সন্ধ্যার পাশাপাশি অনুষ্ঠানে পাঁচশতাধিক পরিবেশককে অ্যাওয়ার্ড প্রধান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. লোকমান হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. শহিদ খান (ডিরেক্টর অপারেশন), গোপাল চন্দ্র ঘোষ (ব্যবস্থাপনা উপদেষ্টা) এবং এ.কে.এম মহিবুল্লাহ (সিনিয়র জিএম সেলস এন্ড মার্কেটিং)। এছাড়া উপস্থিত ছিলেন গ্রুপের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারাও। আলোচনা পর্ব শেষে অনুষ্ঠানে র‍্যাফেল ড্র’র মাধ্যমে মোটরসাইকেলসহ আকর্ষণীয় সব পুরস্কার তুলে দেওয়া হয়।

Advertisement

এ সময় প্রধান অতিথির বক্তবে আলহাজ্ব মো. লোকমান হোসেন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের কর্মীদের উজ্জীবিত করতে প্রতি বছর এই আয়োজন করা হয়।’

অনুষ্ঠানে ঐশী গেয়ে শোনান তার জনপ্রিয় গানগুলো। এই আয়োজনে গান করা প্রসঙ্গে ঐশী বলেন, ‌‘যে কোনো আয়োজনে সরাসরি দর্শকের সামনে গান করার আনন্দটাই অন্যরকম। শনিবারের আয়োজনটিও ছিল দারুণ। খুব উপভোগ করেছি। সবসময় পরিশ্রমের মধ্যে থাকা মানুষগুলো খানিকটা অবকাশ ও বিনোদনের সুযোগ পেয়ে নিজেদের উচ্ছ্বাসে ভাসিয়েছেন। দেখে প্রেরণা পেয়েছি।’

ঐশী বর্তমানে নিয়মিত গান করে যাচ্ছেন। শিগগিরই নতুন গানের খবর দেবেন বলে জানান তিনি।

এলএ/এমএস

Advertisement