জাগো জবস

২৫০ মার্কেটিং পেশাজীবীদের অংশগ্রহণে মিলনমেলা

 

২৫০-এর বেশি মার্কেটিং ও ব্র্যান্ডিং সেক্টরের পেশাজীবী এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ব্র্যান্ডিং ও মার্কেটিং পেশাজীবীদের মিলনমেলা। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের আয়োজনে ২৩ নভেম্বর ঢাকার একটি হোটেলে আয়োজিত হয় মার্কেটিং পেশাজীবীদের এ অনুষ্ঠান। পঞ্চমবারের মতো আয়োজিত অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল ‘স্টোরিজ অব রিভাইভাল অ্যান্ড রাইজ’।

Advertisement

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘ব্র্যান্ডটক ৫.০ শুধু একটি প্রোগ্রাম নয়, একটি প্ল্যাটফর্ম। যা আমাদের শিল্পের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। আমি আমাদের স্পন্সর, সহযোগী এবং অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এতে সিএমও বাংলাদেশ পাবলিকেশনের প্রথম সংস্করণ উন্মোচন করা হয়। যা বাংলাদেশের মার্কেটিং পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রকাশনাটি মার্কেটিং পেশাজীবীদের নতুন দৃষ্টিভঙ্গি এবং কার্যকর কৌশল প্রয়োগের নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করবে।

ইয়ামাহার হেড অব মার্কেটিং হুসেইন মুহাম্মদ অপসান বলেন, ‘ব্র্যান্ডটক ৫.০-এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ ধরনের ইভেন্ট ব্র্যান্ডিং এবং মার্কেটিং ইন্ডাস্ট্রিতে নতুন দৃষ্টিভঙ্গি আনে। আমাদের মতো ব্র্যান্ডগুলোর জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে।’

Advertisement

আরও পড়ুননিজের সর্বোচ্চ চেষ্টা করতে হবে: তাশরিফুল ইসলামবিসিএসে ভালো করার জন্য নিরবচ্ছিন্ন পড়াশোনা দরকার

সুইসের ক্রিয়েটিভ হেড সুমন হক বলেন, ‘ব্র্যান্ডিং মানে শুধু পণ্য প্রচার নয়। এটি একটি দর্শন, যা গ্রাহকদের সঙ্গে একটি গভীর সম্পর্ক তৈরি করে। ব্র্যান্ডটক ৫.০-এর মাধ্যমে এ দর্শনকে তুলে ধরতে পেরে আমরা গর্বিত।’

স্বপ্নের হেড অব মার্কেটিং মাহাদী ফয়সাল বলেন, ‘ইভেন্টটি ব্র্যান্ড এবং গ্রাহকের সম্পর্ক আরও মজবুত করার দিকনির্দেশনা দিয়েছে। আমরা আশা করি, এমন ইভেন্ট আমাদের সবার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।’

মিলনমেলায় বক্তারা ব্র্যান্ড এবং ব্যবসায়িক কৌশল নিয়ে মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন। তারা ব্র্যান্ডিং ও ব্যবসার ক্রমবর্ধমান পরিবর্তনের প্রেক্ষাপট আলোচনা করেন।

আয়োজনে আশরাফ বিন তাজ, ড. আহমেদ আরমান সিদ্দিকী, গালিব বিন মোহাম্মদ, জিএম কামরুল হাসান, নাজিম ফারহান চৌধুরী, সাজ্জাদ হাসিব, শামারুখ ফখরুদ্দিন, সুমাইয়া মুতিয়াতুর রাসুল, সৈয়দ ইকবাল মাহমুদ হোসেন, আশফাকুর রহমান এবং তানভীর সৌরভ ব্র্যান্ড বিল্ডিং, ডিজিটাল মার্কেটিং, সাসটেইনেবিলিটি, সিএসআর এবং রিটেইল মার্কেটিং বিষয় নিয়ে আলোচনা করেন।

Advertisement

এসইউ/জেআইএম