ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করার লক্ষ্যে অঞ্চলভিত্তিক ওয়্যারহাউজ নির্মাণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চট্টগ্রামেও এ ধরনের ওয়্যারহাউজ নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে ওয়্যারহাউজ নির্মাণের সম্ভাব্য জমি খুঁজতে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
Advertisement
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, চট্টগ্রামে ইভিএম সংরক্ষণে ওয়্যারহাউজ নির্মাণ করা হবে। এ ব্যাপারে জায়গা দেখতে কমিশন থেকে বলা হয়েছে। এরপর ওয়্যারহাউজের জমির ব্যবস্থা করতে জেলা নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, চট্টগ্রামে বিভিন্ন নির্বাচনে ব্যবহৃত ৫১০ সেট ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জেলার ছয় উপজেলায় সরকারি প্রতিষ্ঠান ও স্কুল–কলেজগুলোতে পড়ে আছে। ওয়্যারহাউজ না থাকায় ইভিএমগুলো নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর মধ্যে মীরসরাই উপজেলায় রয়েছে ১৭০ সেট, রাঙ্গুনিয়া উপজেলায় ১৩০ সেট, ফটিকছড়ি উপজেলায় ৩০ সেট, চন্দনাইশে ২০ সেট, পটিয়া উপজেলায় ২০ সেট এবং আনোয়ারা উপজেলায় রয়েছে ১৪০ সেট।
আরও পড়ুন ইভিএম এখন গলার কাঁটা, রক্ষণাবেক্ষণ খরচ জোগাতে পারছে না ইসি ইভিএম কেজি দরে বিক্রির পরামর্শ খসরুরচট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বিভিন্ন নির্বাচনে ব্যবহৃত ইভিএমগুলো উপজেলার বিভিন্ন স্কুল–কলেজ ও অফিসার্স ক্লাবসহ সংশ্লিষ্ট নির্বাচন অফিসে রাখা হয়েছে। ইভিএমগুলো যথাযথ সংরক্ষণের জন্য ওয়্যারহাউজ না থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রাখতে গিয়ে নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ার বিষয়টি বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।
Advertisement
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে সচল ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো সংরক্ষণের জন্য ওয়্যারহাউজ নির্মাণ করা না গেলে সচল মেশিনগুলোও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাবে। এরই মধ্যে চট্টগ্রাম–ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ইভিএমগুলোর সুরক্ষা নিশ্চিতে ওয়্যারহাউজ তৈরির পরিকল্পনা করেছে কমিশন।
চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, ইভিএম সংরক্ষণে ওয়্যারহাউজ নির্মাণের জন্য জায়গা খোঁজা হচ্ছে। আমাদের জেলা অফিসে ইভিএম নেই, উপজেলায় রয়েছে। উপজেলার বিভিন্ন স্কুল–কলেজ ও আমাদের অফিসে রাখা হয়েছে।
এমডিআইএইচ/কেএসআর/এএসএম
Advertisement